স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা প্রাণ কৃষ্ণ দেবনাথ অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১৩ আগষ্ট রোববার সকালে তিনি নিজ বাসায় পড়ে গিয়ে অসুস্থ্য হন। পরে তাকে সকলে উদ্ধার করে চাঁদপুর সদর হসপিটালে নিয়ে ভর্তি করেন।
নির্ভরযোগ্য সূত্র বলছে, প্রাণ কৃষ্ণ দেবনাথ মূলত পড়ে গিয়ে হাতে মারাত্মক ব্যাথা পেয়েছেন। তাই কালবিলম্ব না করে তাকে হাসপাতালে ভর্তি নেয়া হয়েছে।
উল্লেখ্য, প্রাণ কৃষ্ণ দেবনাথ চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাকালীন ভারপ্রাপ্ত হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তবে বর্তমানে তিনি ভারমুক্ত হয়ে জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এমন অসুস্থ্যতার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে শিক্ষক পেশার অনেকেই তার দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন।