স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি মো. আবদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন চাঁদপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
২০ এপ্রিল বৃহস্পতিবার ‘হিলশা নিউজ’-কে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় তারা বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম।
পবিত্র রমজানে মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে সমাগত হয় শাওয়ালের নতুন চাঁদ। এ চাঁদ দেখেই পালিত হয় পবিত্র ঈদুল ফিতর।
ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। তাই এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে। ঈদ সব শ্রেণি পেশার মানুষের মঝে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
তারা ‘হিলশা নিউজ’-কে পাঠানো শুভেচ্ছা বার্তায় আরও বলেন, ঈদুল ফিতর ধনী গরিব নির্বিশেষে সবার জীবনে বয়ে আনুক আনন্দের বার্তা। এ কমানায় চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের পক্ষে চাঁদপুরের সকল সাংবাদিকসহ সর্বস্তরের শ্রেণী পেশার মানুষকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ।