শ্যামল সরকারঃ চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও সাবেক ছাত্র নেতা জাহিদুর রহমান জাহিদ অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি ল্যাব এইড হাসপাতালে ভর্তি রয়েছেন।
৪ আগষ্ট বৃহস্পতিবার ওই হাসপাতালের চিকিৎসক প্রফেসর মোহাম্মদ আলী হোসেন ‘হিলশা নিউজ‘-কে বলেন, সাবেক ছাত্রনেতা জাহিদের ফুসফুসে সমস্যা ধরা পড়েছে। আমরা তার চিকিৎসায় সর্বদা খোঁজ-খবর রাখছি।
এর আগে ২৯ জুলাই জ্বর ও কাশি নিয়ে অসুস্থ বোধ করায় ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার হন জাহিদুর রহমান জাহিদ।
এ বিষয়ে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল ‘হিলশা নিউজ‘-কে বলেন, আমি আমাদের জাহিদুর রহমান জাহিদ ভাইয়ের সুস্থ্যতার জন্য চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীসহ সর্বস্তরের চাঁদপুরবাসীর নিকট দোয়া কামনা করছি।