মোঃ হোসেন গাজীঃ চাঁদপুর জেলা হিন্দু ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক প্রিন্স কর অমিতের পিতা প্রদীপ চন্দ্র কর পরলোকগমন করেছেন।
২ আগষ্ট বুধবার সকালে তিনি ঢাকায় একটি হাসপাতালে হৃদযন্ত্র বন্ধ হয়ে এই পরলোকগমন করেন।
অমিত করের মাতা পূর্ণিমা রানী কর ‘হিলশা নিউজ’-কে জানান, সকালে ভালোই ছিলো। হঠাৎ করে ওনি স্ট্রোক করে বসেন। পরে হাসপাতালে নেয়া হলেও শেষ রক্ষা হয়নি।
জানা যায়, অমিত করের স্থায়ী ঠিকানা হচ্ছে চাঁদপুর সদরের বিষ্ণুপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খেরুদিয়া বাংলাবাজার এলাকার কর বাড়ী। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান। তার বাবা এক সময় প্রবাস জীবন কাটালেও পরবর্তীতে তিনি রেষ্টুরেন্ট ব্যবসায় মনোনিবেশ করেন।
এক শোকবার্তায় চাঁদপুর জেলা হিন্দু ছাত্র ফোরামের সভাপতি দীপ্ত ঘোষ ‘হিলশা নিউজ’-কে বলেন, অমিত তার বটবৃক্ষকে হারিয়েছে। আমরা তাঁর বাবার আত্মার শান্তি কামনা করছি। পারিবারিকভাবে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী অমিতের নিজ বাসায় তার বাবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সংগঠনের পক্ষ থেকে স্বর্গীয় কাকুর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এরআগে অমিত করের বাড়ীতে তার প্রতি সমবেদনা জানাতে ছুটে যান দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক অমরেশ দত্ত জয়, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শামিম খান, জেলা শারদাঞ্জলী ফোরামের নেতৃবৃন্দ।