জয় চন্দ্র নাগঃ চাঁদপুর টু ঢাকায় নিরাপদ আরামদায়ক নৌপথ যাত্রা মানেই যেনো এমভি ঈগল-৪ লঞ্চ। অত্যান্ত চমৎকার এ নৌযানে প্রতিদিন নির্দিষ্ট সময়ে আসা যাওয়া করা যায়। ৬ জুন বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছে লঞ্চটির চাঁদপুরের প্রতিনিধি কালু বকাউল।
জানা যায়, এমভি ঈগল ৪ লঞ্চটির যাত্রী ধারণ ক্ষমতা হচ্ছে ৬শ’ ৪৪ জন। এটি সদরঘাট ঢাকা থেকে চাঁদপুরের উদ্দ্যেশ্যে ছেড়ে আসে দুপুর ২ টায়। আবার চাঁদপুর লঞ্চঘাট থেকে রাত সাড়ে ১১টায় ঢাকার উদ্দ্যেশ্যে ছেড়ে যায়। এছাড়াও লঞ্চটিতে যাত্রী সুবিধায় যেকোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ১২৪টি লাইফ বয়া, ২০টি ফায়ার বাকেট ও ১৪টি অগ্নি নির্বাপক যন্ত্রসহ অন্যান্য সরঞ্জামাদি মজুদ রয়েছে। এই লঞ্চটির সার্ভের মেয়াদ ২০২৪ সালের ১৯ অক্টোবর পর্যন্ত।
আরও জানা যায়, সুলভ মূল্যে লঞ্চটিতে অত্যাধুনিক এসিসহ সিঙ্গেল ও ডাবল কেবিন অগ্রীম ভাড়া নিতে এর সুপারভাইজারকে পেতে ০১৭৮৮২৫৩১৩৩ এবং কেবিন বয়কে পেতে ০১৩১৬৯৮৯৮০১ নাম্বারে সরাসরি যোগাযোগ করা যেতে পারে।
এসব তথ্য নিশ্চিত করে এমভি ঈগল ৪ লঞ্চটির চাঁদপুরের প্রতিনিধি কালু বকাউল বলেন, আমরা সবসময় যাত্রীদের সুন্দর ও নিরাপদ যাত্রা উপহার দিতে বদ্ধ পরিকর। যাত্রী যাতে আমাদের স্টাফসহ সবার থেকে যাত্রাকালে ভালো ব্যবহার পায় সেদিকে আমাদের নজরদারি সবসময় রয়েছে। তাই ঢাকা চাঁদপুর নৌপথে আমাদের লঞ্চটিতে করে আসা যাওয়া করতে সকলের প্রতি অনুরোধ রইলো।