মোঃ আরিফুল ইসলামঃ ঐতিহ্যবাহী নাট্ট সংগঠন চাঁদপুর ড্রামার ২০২২-২৩ সালের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি তপন সরকার ও সাধারণ সম্পাদক মানিক পোদ্দার মনোনীত হয়েছেন।
২৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে চাঁদপুর ড্রামার বার্ষিক সাধারণ সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন এই কমিটি চূড়ান্ত করা হয়েছে। যেখানের পূর্বের সভাপতি তপন সরকার ও সাধারণ সম্পাদক মানিক পোদ্দারকেই পুনরায় মনোনীত করা হয়।
যাদেরকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়। এমন ঘোষণা দেন কমিটি গঠনের লক্ষ্যে চাঁদপুর ড্রামার ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক মজিবুর রহমান দুলাল। ওই কমিটির অন্যান্যরা ছিলেন নজরুল ইসলাম রনি, এ কে আজাদ, পরিমল দাস নুপুর,খায়রুল ইসলামসহ অন্যান্যরা।
এ সময় পুনরায় চাঁদপুর ড্রামার সভাপতি মনোনীত হওয়ায় সংগঠনের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তপন সরকার।