প্রান কৃষ্ণ দাসঃ চাঁদপুর থেকে কক্সবাজার বিআরটিসি এসি বাসে করে এখন থেকে প্রতিদিন রাত ৮ টায় মাত্র ৯৫০ টাকা দিয়েই যাওয়া যাবে। আর এ বাসটি কক্সবাজার থেকে ছেড়ে আসবে রাত ১১ টায়।
৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে চাঁদপুর পুরাতন বাসস্ট্যান্ডে এই বাসের কার্যালয় ও বাসটি উদ্বোধন করা হয়। ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই বাসের যাত্রার উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।
এ সময় চাঁদপুর জেলা ট্রাফিক ইনচার্জ জহিরুল ইসলাম, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, হাজিগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহদী হাছান রাব্বি,চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বাবুল মিজি, চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ফারুক দেওয়ান, ব্যাবসায়ী ও সমাজসেবক বাবু পাটোয়ারী প্রমূখ।
এ বিষয়ে বিআরটিসি এসি বাস চাঁদপুরের পরিচালক ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিভিন দেওয়ান ‘হিলশা নিউজ‘-কে বলেন, আমাদের এই বাসটিতে ৪৫টি সিট রয়েছে। মনোরম পরিবেশে সম্পূর্ণ এসি বাসটি আরামদায়ক যাত্রা উপহার দিতে আমরা যাত্রীপ্রতি টিকিট দিচ্ছি মাত্র ৯৫০ টাকা করে। কেউ চাইলে অগ্রীম টিকিট সরাসরি পুরাতন বাসস্ট্যান্ডের মাইক্রোস্ট্যান্ডে আমাদের কার্যালয়ে এসে বুকিং দিতে পারবে। আবার আমাদের নাম্বারে যোগাযোগ করে অনলাইনেও বুকিং দেওয়ার সু-ব্যবস্থা রেখেছি। নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণ উপহার দিতে আমরা অঙ্গিকারবদ্ধ।