স্টাফ রিপোর্টারঃ দৈনিক চাঁদপুর দর্পণ এর ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী বলেছেন, আপনাদের সকলের লেখনী ও সহযোগিতায় দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকাটি টিকে থাকলেই ইকরাম চৌধুরী আমাদের মাঝে বেঁচে থাকবেন।
১৭ এপ্রিল সোমবার শহরের নাজিরপাড়াস্থ পত্রিকাটির কার্যালয়ে ইকরাম চৌধুরীর রুহের মাগফিরাত কামনা এবং দোয়া ও ইফতার অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৈনিক চাঁদপুর দর্পণ এর বিশেষ প্রতিনিধি অমরেশ দত্ত জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক চাঁদপুর দর্পণ এর সিনিয়র স্টাফ রিপোর্টার আশরাফুল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর দর্পণ এর প্রধান সমন্বয়ক মুনীর চৌধুরী, বার্তা সম্পাদক শ্যামল চন্দ্র দাস, শাহরাস্তি অফিস প্রধান মাসুদ রানা,সহ-সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, সিনিয়র স্টাফ রিপোর্টার সুজন চৌধুরী, স্টাফ রিপোর্টার মহসীন আলম, সুজন আহমেদসহ অন্যান্যরা।
এসময় সকলে ঐক্যবদ্ধভাবে দৈনিক চাঁদপুর দর্পণকে এগিয়ে নিতে পাঠক সমাদৃত খবর মাঠপর্যায় থেকে আরও বেশি বেশি তুলে আনতে প্রতিশ্রুতিবদ্ধ হন। পরে মরহুম ইকরাম চৌধুরীর রুহের মাগফিরাত এবং চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল ইমরান শোভনের দ্রুত সুস্থ্যতা কামনায় সকলে দোয়া ও মোনাজাত শেষে ইফতারে অংশ নেন।