স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর নৌ পুলিশের এসআই বাবুল বালার তৎপরতায় লঞ্চঘাট টার্মিনাল থেকে ৭ কেজি গাঁজা উদ্ধারসহ এক শাহানা বেগম নামে এক নারী আটক হয়েছে।
২ মার্চ বুধবার দুপুরে চাঁদপুর লঞ্চঘাটের প্রথম গেইটের পূর্ব পাশ থেকে ২টি ব্যাগ থেকে এই গাঁজাসহ নারীকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর নৌ থানার এসআই বাবুল বালা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এবং ওসি স্যারের সার্বিক তত্ত্বাবধানে এক মাদক সম্রাজ্ঞীকে আটক করি। আটককৃত ওই নারী কুমিল্লা থেকে ঢাকার উদ্দ্যেশ্যে যেতে চাঁদপুর লঞ্চঘাটে গাঁজাগুলো নিয়ে অবস্থান করছিলো। পরে তাকে আমরা আটক করতে সক্ষম হই।
চাঁদপুর নৌ থানার এসআই বাবুল বালা আরও বলেন, আটক মাদক ব্যবসায়ী শাহানা বেগম শরিয়তপুর জেলার নরিয়া উপজেলার নরিয়া বাজার এলাকার স্বামী মৃত রাজ্জাকের স্ত্রী। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দেওয়া হচ্ছে।