স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর নৌ থানার তৎপরতায় নদীতে ছোট ছোট পাঙ্গাসের পোনা এবং এই পোনা ধরার কাউট্টা চাই এবং লঞ্চঘাট থেকে ৪ কেজি গাঁজাসহ আসামী আটক হয়েছে।
৮ মে সোমবার দুপুরে চাঁদপুর নৌ থানায় গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানানো হয়।
নৌ পুলিশ জানায়, মেঘনা নদীর লালপুর এলাকা হতে ইমন ও রাজু নামের ২ জনকে কাউট্টা চাইসহ ছোট ছোট পাঙ্গাসের পোনা ধরার অপরাধে আটক করা হয়।এছাড়াও চাঁদপুর লঞ্চঘাট হতে হাফেজ বেলাল হোসেন ও কামাল বেপারী নামের ২ জনকে মুড়ির পলি ব্যাগে করে মাদক বহনকালে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃতরা গাঁজাগুলো কুমিল্লা থেকে বরিশাল যাওয়ার নেওয়ার জন্য লঞ্চঘাটে এসেছিলো।
এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর নৌ থানার এসআই রেদওয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব আটককৃত আসামীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা পক্রিয়াধীন।