স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর পৌরসভার কর্মচারী ও তালতলা পাটওয়ারী বাড়ী নিবাসী মো: শিপন পাটওয়ারীর চিকিৎসাধীন শয্যাপাশে খোঁজ-খবর নিতে দাঁড়িয়েছেন সাংবাদিক সোহেল রুশদী। বৃহস্পতিবার চাঁদপুর সদর হাসপাতালে তিনি তার অসুস্থ্যতার এ খোঁজ-খবর নেন।
জানা যায়, মোঃ শিপন পাটওয়ারীকে প্রথমে ঢাকা একটি বেসরকারি হাসপাতালে ডা: বশিরের তত্ত্বাবধানে তার ব্রেন টিউমার অপারেশন সম্পন্ন হয়।কিন্তু এরপরও পরবর্তীতে তার অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা: এ কে এম মাহাবুবুর রহমানের সহযোগিতায় হাসপাতালের দ্বিতীয় তলায় আইসিইউতে ভর্তি করা হয়।
এ বিষয়ে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী বলেন, হাসপাতালে তার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়েছিলাম। আমি তার আরোগ্যের জন্য সবার নিকট দোয়া কামনা করছি।