স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর পৌরসভার ১২৫ বছর পূর্তি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীর মঞ্চে নৃত্যধারা ও অরূপ নাট্ট গোষ্ঠী পৃথকভাবে তাদের উপস্থাপনা মঞ্চায়িত করেছে।
৬ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় সাংস্কৃতিক পক্ষের আয়োজনে তারা এ উপস্থাপনা দেখিয়েছি। প্রথমে নৃত্যধারা একে একে তাদের নৃত্যশিল্পীদের দ্বারা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে এবং এরপর বাবুরহাটের অরূপ নাট্ট গোষ্ঠী তাদের নাটক প্রেমের আলো মঞ্চায়িত করে।

পৃথক এই উপস্থাপনাকালে চাঁদপুর বর্ণচোরা নাট্টগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান সেলিম।
এ সময় নৃত্যধারা এর অধ্যক্ষ সোমা দত্ত, সাংস্কৃতিক পক্ষের সদস্য সচিব রফিকুল ইসলাম মিন্টু, সংগীত শিল্পী ইতু চক্রবর্ত্তীসহ অন্যান্যরা।