মনির হোসেন খানঃ চাঁদপুর পৌরসভার ১২৫ বছর পুর্তি উপলক্ষে চাঁদপুর পৌরসভার আয়োজনে ২২ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতির পক্ষের উদ্ধোধন করা হয়। বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে পৌর মেয়র জুয়েলের নেতৃত্বে এক বর্নাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করার মধ্য দিয়ে চাঁদপুর পৌরসভার ১২৫ বছর পুর্তির আনন্দ উদযাপন করা হয়।
এই র্যালিতে অংশ গ্রহন করেন প্যানেল মেয়র ও জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডঃ হেলাল হোসাইন, প্যানেল মেয়র মোহান্মদ আলী মাঝি, পৌর সভার প্রধান প্রকৌশলী এইচ,এম শামসুদ্দোহা, হিসাব রক্ষন কর্মকর্তা মশিউর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার, মেয়র জুয়েলের ব্যক্তিগত কর্মকর্তা জহির জায়েদুর রহমান সহ পৌর সভার কর্মচারি ও কর্মকর্তা বৃন্দ।

পরে সন্ধ্যা সাতটায় জেলা শিল্পকলা একাডেমিতে চাঁদপুর পৌরসভার আয়োজনে ও সাংস্কৃতিক পক্ষ চাঁদপুরের ব্যবস্হাপনায় চাঁদপুর পৌরসভার ১২৫ বছর পুর্তি উপলক্ষে সাংস্কৃতিক পক্ষের অনুষ্ঠানটি আরম্ভ করা হয়।
উক্ত অনুষ্ঠানটি ভার্চুয়ালী উদ্ধোধন করেন বাংলাদেশ আবৃত্তি ও সন্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ আহকাম উল্লাহ। উক্তসভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চাঁদপুরের সুযোগ্য জেলা প্রশাসক কামরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সুদীপ্ত রায়,সন্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক অজয় কুমার ভৌমিক, প্যানেল মেয়র মোহান্মদ আলী মাঝি এবং চাঁদপুর প্রেস ক্লাবের সন্মানিত সভাপতি গিয়াস উদ্দিন মিলন। বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও অভিনেতা শরীফ চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাননীয় জেলা প্রশাসক কামরুল হাসান, অজয় কুমার ভৌমিক, প্যানেল মেয়র মোহান্মদ আলী মাঝি, প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমুখ।

সভা প্রধানের বক্তব্যে মেয়র জুয়েল বলেন ১৮৯৭ সালের ২২ শে সেপ্টেম্বর চাঁদপুর পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়, আজ ২২ শে সেপ্টেম্বর ২০২২ ইং। আজ পৌর সভাটি ১২৫ বছরে পদার্পন করলো। চাঁদপুর পৌরসভার এই ১২৫ বছর পুর্তি অনুষ্ঠানটি আমার মেয়াদকালে উদযাপন করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।
এই আনন্দ চাঁদপুর পৌরবাসীর। আর এই আনন্দকে পৌরবাসীর মাঝে ছড়িয়ে দিতে ও স্মরনীয় করে রাখতে চাঁদপুর পৌরসভা পক্ষকাল ব্যাপি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বক্তব্য শেষে অতিথিবৃন্দরা মোমবাতি প্রজ্বলন করে পক্ষকাল ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।
পরে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গীতিকার মাহাবুবুর রহমান সেলিমের লেখা পৌরসভার ১২৫ বছরের থীম সং পরিবেশন করেন সুরকার সুদীপ তন্ময়। পরিশেষে স্হানীয় শিল্পিদের অংশ গ্রহনে মনোজ্ঞ গান ও নাচ পরিবেশন করা হয়।