স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্র নেতা আলমগীর হায়দার ভূঁইয়া। তিনি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র আস্থাভাজন হিসেবে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছেন।
জানা যায়, আলমগীর হায়দার ভূঁইয়া বঙ্গবন্ধু ফাউন্ডেশন চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি ও বন্ধন সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান, চাঁদপুর বাইতুল নুর জামে মসজিদের সাধারণ সম্পাদক সহ নানা সংগঠনের দায়িত্ব পালন করছেন।
আরও জানা যায়, আলমগীর হায়দার ভূঁইয়া মাদ্রাসায় পড়ালেখাকালীন শহরের আহম্মদিয়া মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি, ১৯৯২ সালে চাঁদপুর পৌর ছাত্রলীগের সদস্য, ১৯৯৪ সালে সরকারি কলেজ ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক, ১৯৯৭ সালে চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, ২০০০ সালে জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক এবং ২০০৩ সাল হতে এখন পর্যন্ত চাঁদপুর পৌর আওয়ামীলীগের সদস্য পদে দায়িত্ব সামলাচ্ছেন। তিনি চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আব্দুর রহিম ভূঁইয়া ও রহিমা খাতুনের সংসারের ৩ ছেলে ও ৪ মেয়ের মধ্যে ৩য় সন্তান। বর্তমানে তিনি চাঁদপুর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার স্থায়ী বাসিন্দা।
এদিকে আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামীলীগ চাঁদপুর পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেখানে আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীরা সাবেক এই পরিক্ষীত ছাত্রনেতা আলমগীর হায়দার ভূঁইয়া কে সংগঠনের সাধারণ সম্পাদক পদে দেখতে চাচ্ছেন।
নিজের প্রার্থীতা ঘোষণা দিয়ে আলমগীর হায়দার ভূঁইয়া ‘হিলশা নিউজ’-কে বলেন, ছাত্র জীবন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলের প্রয়োজনে কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন রাজনীতি করার কারনে তৃণমূল নেতাকর্মীদের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। তাই তৃণমূল নেতাকর্মীদের সমর্থন ও অনুরোধে চাঁদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে আমি প্রার্থী হয়েছি। আমি যাতে দলের স্বার্থে নিজেকে নিবেদিত রাখতে পারি সেজন্য সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।