হিলশা নিউজ রিপোর্টঃ চাঁদপুর পৌর এলাকায় ঈদকে কেন্দ্র করে শহরমুখী যানজট নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে ছাত্রলীগ। তারা আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য ইউনিটের সাথে সমন্বয় রেখে একযোগে কাজ করে চলেছেন।
২০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে শহরের কালীবাড়ি মোড়, জয়বাংলা চত্ত্বর, চিত্রলেখার মোড়, সায়াবানী মোড়সহ একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা ছাত্রলীগের ব্যণারে যানজট নিরসনে কাজ করে।
ছাত্রলীগের এমন মহৎ কাজের নেতৃত্বে ছিলেন চাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরাফাত সানী। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মার্কেটে কেনা বেচা এবং ঘরমুখো মানুষের নির্বিগ্নে যাতায়াত নিশ্চিত করতে সাংগঠনিক সিদ্ধান্তে মাঠে কাজ করছি। সেইসাথে আমরা অটো রিক্সা, সিএনজি চালক, প্যাডেল চালিত রিক্সা চালক এবং মোটর চালকদের ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করছি। আমাদের এ কার্যক্রম পরিবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
এসময় চাঁদপুরের বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতা মোঃ লিও রাসেল, মোঃ শিশির মাহামুদ, মোঃ নাসির উদ্দিন পাঠান, মোঃ সিহাব বকাউল, আদর প্রধানিয়া, মোঃ অন্তু, রিমন, তানভীর,রাব্বি, আহাদ, নাছিম, মিশু, তামিম, রাহুল,রজিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।