হিলশা নিউজ রিপোর্টঃ শত বছরের ঐতিহ্য নিয়ে গড়ে উঠা চাঁদপুর পৌরসভার পুন্জিভূত সমস্যা সমাধানের দিগন্ত উন্মোচিত হতে পারে। যদিও শান্তিপ্রিয় পৌরবাসীর নীরব অভিযোগ থাকলেও ব্যক্তিগত ভাল-মন্দের বাহিরে সমষ্টিগত বিষয়ে কারো কোন মাথাব্যথা নেই।
অথচ, চাঁদপুর পৌরসভা হলো প্রথম শ্রেণীর আয়বধ্যক একটি নাগরিক সেবা প্রতিষ্ঠান। মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মহোদয়ের সুদৃষ্টি আকর্ষণে সমস্যা নিন্মরুপ এবং সমাধানে বহুরুপ।
আমাদের স্বাদ আছে, সাধ্যও আছে। কারন আমাদের প্রিয় নেত্রী ডা. দীপু মনি সকলের প্রত্যাশার মধ্যমণি হয়ে আছেন।
১-চাঁদপুর পৌরসভা কর্তৃক সরবরাহকৃত ব্যবহার্য পানি অস্বচ্ছ এবং স্বাস্থ্য সম্মত নয়।তবে, ইদানিং পানির রুপে কিছুটা স্বচ্ছতা ফুটে উঠেছে। এজন্য সম্মানিত পৌর মেয়র-কে ধন্যবাদ জানাচ্ছি।
২-শহরের গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম কয়েকটি স্হানে নিয়মিত বর্জ্য ফেলায় পরিবেশের ক্ষতিসহ দুর্গন্ধে পথচারীদের চলাচল কতটা অস্বস্তিকর তা কারো অজানা নয়। বর্জ্যপসারনে এলাকা ভিত্তিক নির্ধারিত স্হানে আবর্জনা ফেলা এবং দ্রুততম সময়ে সরিয়ে ফেললে বায়ু-পরিবেশ থাকবে সবার জন্য নিরাপদ ও স্বাস্হ্য সম্মত।
৩-যানজট কবলিত ছোট শহর চাঁদপুর, কালীবাড়ি শপথ চত্বর নামক স্হাপনাটি যানজটের অন্যতম প্রতিবন্ধকতা সৃষ্টি করে আছে। এর বৃত্তাকৃতির বহিরাংশ (পাঁচ-ফুট) অপসারণ করা হলে হাজারো মানুষের নিত্যদিনের দূর্ভোগ বহুলাংশে কমে আসবে। বিষয়টি নিয়ে পৌর মেয়র কাজ শুরু করায় তাকে কৃতজ্ঞতা।
৪-শহরের মেইন রাস্তা প্রশস্তকরন করা হলেও ড্রেনেজ ব্যবস্হা অপ্রতুল। তবে এখন কিছুটা উন্নত হয়েছে। এলাকা ভিত্তিক সড়কের বেহাল অবস্হা, লাইসেন্স বিহীন সিএনজি, অটোরিক্সার বেপরোয়া দৌরাত্ম্য পৌরসভার অনিমিত আয়ের উৎস হলেও পরিচ্ছন্ন শহর ও মানুষের নির্বিঘ্ন চলার পথে প্রধান বাঁধা হয়ে আছে।
৫-তালতলা বাসষ্ট্যান্ড শহরের প্রবেশ মুখে হওয়ায় এটি বহিরাগতদের যানজটের প্রতিবন্ধকতায় ফেলে জানিয়ে দিচ্ছে ইলিশের শহর চাঁদপুর যানজট কোলাহলে ভরপুর!
যদিও আন্তঃজেলা বাস-টার্মিনালটি শহরের বাহিরে উপযুক্ত স্হানে সরিয়ে নেয়া জরুরী। বিকল্প হিসেবে স্হানান্তর বিলম্বিত হলে বাস ষ্ট্যান্ডের উত্তর পাশ স্বর্নখোলা হয়ে বাইপাস সড়ক নির্মান করা যেতে পারে। এতে একমুখী রাস্তায় যানবাহন চলাচলের ফলে যানজট কমে আসবে!
৬-পরিবর্তনের ধারায় এসে চাঁদপুর কোর্ট ষ্টেশন-টি শহরবাসী’র বুকের উপর চেপে বসে আছে! পরিকল্পিত নগর উন্নয়নে বিদ্ধমান রেল ষ্টেশনটি অন্যতম বাঁধা! ট্রেন আসা-যাওয়ার সময় দীর্ঘ যানজটের ফলে জন-জীবন দুর্বিষহ হয়ে উঠে।
তাই সম্প্রসারিত পৌর এলাকার জন্য একটি আধুনিক রেল-ষ্টেশন নির্মানের জন্যমিশন রোড রেলগেইট অতিক্রম করে পূর্বপার্শ্বে সু্বিধা-জনক স্হানে স্হানান্তর করা হলে ছোট শহর চাঁদপুর সুপরিকল্পিত ভাবে গড়ে তোলা সম্ভব হবে।
চাঁদপুরবাসীর প্রত্যাশা থাকবে সাধ এবং সাধ্যের মধ্যে সেবার মানসিকতায় মানুষের মৌলিক অধিকারের সর্বোত্তম প্রাপ্তি!! মাননীয় শিক্ষামন্ত্রী’র সৃষ্টিশীল সকল কাজ আমাদের আশান্বিত করেছেন।
শুভকামনায়
হাসান সারোয়ার
বিল্ডার্স সোসাইটি, চাঁদপুর