রিয়ন দেঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর পৌর শাখার নবাগত কমিটিতে মহিলা সম্পাদিকা হলেন মাধুরী রানী সাহা। যিনি একজন সফল স্ত্রী এবং সফল সামাজিক ব্যাক্তিত্ব। তিনি তার অব্যাহত সামাজিক কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ এই কমিটিতে নারী সম্পাদিকা মনোনীত হয়েছেন। আর তার পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি হচ্ছেন নেপাল সাহা এবং সাধারণ সম্পাদক হচ্ছেন সুমন সরকার জয়।
জানা যায়, মাধুরী রানী সাহা ১৯৯৫ সালে এসএসসি, ১৯৯৭ সালে এইচএসসি এবং ১৯৯৯ সালে ডিগ্রী পাশ করেন। তার বাবার নাম প্রাণ গোপাল সাহা। তিনি শহরের হাজী মহসীন সড়কের মা ভবনের বাসিন্দা। মাধুরী রানী সাহার স্বামীর নাম টিটু সাহা। দাম্পত্ত জীবনে স্বামীসহ তার ২ কন্যা সন্তান রয়েছে। তার বড় মেয়ে তানিশা সাহা শহরের মাতৃপীঠ সরকারি উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীর ছাত্রী এবং একই বিদ্যালয়ে তার ছোট মেয়ে মানসী সাহা ৫ম শ্রেণীতে পড়ালেখা করে যাচ্ছে।

আরও জানা যায়, মাধুরী রানী সাহা চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের নারী সম্পাদিকা ছাড়াও সামাজিক সংগঠন চাঁদপুর বিবেকানন্দ যুব সংঘের সহ-সাংগঠনিক সম্পাদক এবং জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের নারী সম্পাদিকা হিসেবেও অর্পিত দায়িত্ব পালন করছেন।
এদিকে এক সাক্ষাৎকারে মাধুরী রানী সাহা ‘হিলশা নিউজ’-কে বলেন, পারিবারিক কাজের পাশাপাশি সামাজিক যেকোন কাজে সম্পৃক্ত হতে আমার খুব ভালো লাগে। নারীদের পিছিয়ে রেখে সমাজ এগিয়ে নেয়া সম্ভব নয়। আমি যাতে অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারি সেজন্য সকলের আশির্বাদ ও সহযোগিতা কামনা করছি।