রিয়ন দেঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর পৌর শাখায় নেপাল সাহা কে সভাপতি এবং সুমন সরকার জয় কে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
১১ সেপ্টেম্বর রোববার রাতে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়।

ঘোষিত এই কমিটিতে সহ-সভাপতি পদে সুভাষ সাহা, সাংগঠনিক সম্পাদক রাজন চন্দ্র দে, দপ্তর সম্পাদক রাজু দে, কোষাধ্যক্ষ মানিক সূত্রধর, সহ-কোষাধ্যক্ষ শুভ রায়, প্রচার সম্পাদক সুশান্ত ঘোষ পলাশ, মহিলা সম্পাদিকা মাধুরী সাহার নাম রয়েছে।
এ বিষয়ে চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় বলেন, আমরা এখন আংশিক কমিটি ঘোষণা করলাম। আগামী ১ মাসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আমাদেরকে উপহার দিতে হবে। পর্যায়ক্রমে মেয়াদউর্ত্তীর্ণ উপজেলা কমিটিগুলোও আমরা দ্রুত সময়ের মধ্যেই দিয়ে দিবো।