চাঁদপুর পৌর প্যাণেল মেয়র মাঝী,হেলাল এবং ফরিদা নির্বাচিত মোঃ হোসেন গাজীঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চাঁদপুর পৌর সভার প্যানেল মেয়ের ঘোষান করা হলো,৮ (নভেম্বর) রোববার রাতেই আলোচনা সভার মাধ্যমে চাঁদপুর পৌর প্যানেল মেয়র ঘোষনা করে পৌরসভার উন্নয়ন কাঠামো আরো উন্নয়ন শক্তির অগ্রগামি বারানোর সির্ধান্ত হলো।চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সমাজ সেবক, পুরানবাজারের কৃতি সন্তান দানবীর সমাজ সেবক করোনা যোদ্ধা দুই দুই বার বিজয় ১ নং ওয়ার্ড পৌর সভার সুযোগ্য কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি ১ নং প্যাণাল মেয়র করে চাঁদপুর জেলা যুব মহিলালীগের সভাপতি ও তিন তিন বার ৭-৮-৯ নং ওয়াডের সংরক্ষিত বিজয়ী মহিলা কাউন্সিলর, গরীবের বন্ধু সাধারণ মানুষের নয়নের মনি ফরিদা ইলিয়াস কে ২ নং প্যাণাল মেয়র ও সমাজ সেবক ও ত্যাগি আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট হেল্লাল উদ্দিন কে ৩ নং প্যাণাল মেয়র করে ঘোষনা করেন, এবার পৌর পিতার আসনে যেমনি সাধারণ মানুষের আস্হা এবং ভালবাসার মানুষ জিল্লুর রহমান জুয়েল কে আসনে বসিয়ে যোগ্যতার পরিচয় দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ সরকার, ঠিক তেমনি করে প্যাণাল মেয়র ও মানবতার ফেরিওয়ালাদের করেছেন, এতে করে একজন নর্তুন মুখের সাথে দুইজন পুরনো মুখ সহ একজন নঁতুন মুখে ফুঁটে উঠেছে চাঁদপুর পৌরসভা, যেই আনন্দে পৌর বাসি সহ ইউনিয়ন বাসিদের মাঝে আনন্দের সিমা নেই,৯ (নভেম্বর) সোমবার প্রথম দিনের অফিসে তিন তারকাকে ফুলে ফুলে সজ্জিত হতে দেখা গেছে, উৎসব মুখোর পরিবেশে ফুটে উঠে চাঁদপুর পৌর সভার কার্যালয়, যাহা অতিথের তুলনায় এবার একটু ভিন্ন পেক্ষা পোর্ট দেখা যায়, যেমন করে পৌর পিতার অফিসের বন্ধ দড়জা বদলে গেছে ঠিক তেমনি করে উন্নয়নের ভাগ্যের চাকাও বদলে যাবে বলে মনে করেন পৌরবাসি, সাধারণ মানুষ আর ভোটারদের চাওয়া পাওয়া পূরণে যেমন অঙ্গীকার বদ্ধ ছিলো পৌর পিতা ঠিক তেমনে করে পৌর এলাকার সকল সমস্যা সমাদানে তিন প্যাণাল মেয়র সঠিক ভাবে দায়িত্ব পালন করবে এমন টাই ভোটারদের দাহিদা, পৌর এলাকার অসামাপ্ত কাজ গুলি সমাপ্ত করে পৌর সভাকে আরেক নঁতুন অধ্যায়ে এগিয়ে নেবার স্বপ্নই হচ্ছে পৌর পিতা সহ কাউন্সিলরদের প্রথম টার্গেট , যাহা সফল করতে প্রতিটি মমানুষের সৎ সাহযোগীতা আর সঠিক দায়িত্ববানদের মত হতে হবে।এদিকে প্যাণাল মেয়রদের প্রথম দিনের অফিস সময়ে এক দিকেে ফুলে ফুলে সজ্জিত হয়ে সাধারণ মানুষদের নাগরিক সেবাও অব্যহত রেখেছেন নঁতুন প্যাণাল কমিটি, যাহা লক্ষণীয় বিষয় ছিলো, সকল মানুষের মতামতে দেখা যায়, শিক্ষা মন্ত্রী এবার যোগ্যতার উপহার দিয়েছেন, যার কারনে শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এম পি কে পৌরবাসি ধন্যবাদ জানান।,মোহাম্দ আলী মাঝি পূর্বে যেমনি করে মানুষের পাশে ছিলেন এখনি তিনি মানুষের পাশেই থাকবেন, তবে এবার ওনার দায়িত্ব ত্রিগুনে পরিণত হয়েছে, এবার তিনি ১ থেকে ১৫ নং ওয়াড বাসিকে সেবা দিবেন এটা পুরানবাজার বাসির কাছে গর্ভ, যেখানে তিনি ছিলেন একটি ওয়াডের কর্ণধার আজ তিনি পৌর একালাকার কর্ণধার তাই পুরানবাজার বাসি আশাবাসি প্যাণাল মেয়র মোহাম্মদ আলি মাঝি পারবে সঠিক ও সৎ ভাবে দায়িত্ব পালন করতে,অপর দিকে তিনটি ওয়াডের নয়নের মনি গরীবের বন্ধু যাকে মানুষ গভীর রাতেও পেয়েছে, সব সময় তিনি মাঠে ময়দানে থেকে সেবা করেছেন করোনা মহামারীতেও যিনি সকল কে সচেতন করেছেন, ঠিক এবার তিনি যোগ্যতার মর্যাদা পেয়েছেন, যাকে ২ নং প্যণাল মেয়র করা হয়েছে তিনি হলো ফরিদা ইলিয়াস, তিনিও এবার পৌর সভার মানুুষের দায়িত্ব পেয়েছেন, ১ থেকে ১৫ টি ওয়াডের ভোটার সহ সাধারণ মানুষ তার কাছে সমান, আর প্রতিটি ওয়াড গুলির উন্নয়ন সহ অপরাদ মুক্ত করতে তিনি সক্রিয় থাকবেন বলে আশা করেন পৌর বাসি,এদিকে আরেক ত্যাগি আওয়ামীলীগ, যিনি ছিলেন রাজ পথের লড়াকু সৈনিক যার সমাজ সেবায় দলের প্রতিটি মানুষ মুগ্ধ ছিলো বলে এবার প্রথম বারেই ৮ নং ওয়াড থেকে অ্যাড হেলাল উদ্দীন কাউন্সিলর পদে বিজয়ি করেন, সেই বিজয়ের লক্ষ মাএা আজ যোগ্যতার পরিচয়ে পেলেন ৩ নং প্যাণাল মেয়র, তিনিও পৌর সভার প্রতিটি ওয়াড বাসির সেবা দিবেন, এই সেবার মাধ্যমে পৌর সভার উন্নয়ন ধারা অব্যহত থাকবে, আর তাই ভোটাররা মনে করেন তিনি সততার সাথে নিজের দায়িিত্ব টুকু পালন করবেন,মূলত বিষয় হচ্ছে পৌর পিতা যেমনি করে দলমত নির্বিশেষে সকল মানুষ কে বুকে টেনে নিয়ে দল কে শক্তি শালী করে পৌর বাসির সেবা ও উন্নয়ন করার প্রত্যয় নিয়ে এগিয়ে এসেছেন ঠিক তেমনি করে নব নির্বাচিত তিন প্যাণাল মেয়র পৌর পিতার লক্ষ মাএাকে অনুসরণ করে নিজেদের সঠিক দায়িত্ব পালন করবেন এমন আশাই পৌরবাসির, পৌর বাসি আরো আশা রাখেন তাদের মাধ্যমে শক্রুদের ও যেনো সেবা থেকে বঞ্চিত হতে না হয়, প্রতিটি শ্ত্রু হবে বন্ধু, আর সেই সেবার মাধ্যমে চাঁদপুর পৌরসভা হবে অনান্য রোল মডেল।