... বিস্তারিত
চাঁদপুর পৌর মহাশ্মশানে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত
১৪ই নভেম্বর শনিবার এ পূজা সম্পন্ন করা হয়েছে।এ সময় চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী,জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল ঘোষ,পুরানবাজার রাম ঠাকুর দোল মন্দিরের সভাপতি পরেশ মালাকার,শীতলা মন্দির কমিটির সভাপতি সন্তোষ দাস,চাঁদপুর পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ,জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার,জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি গোপাল সাহা,চাঁদপুর হরিবোলা সমিতির সদস্য জয় রাম সাহা,প্রবীর সাহা প্রমুখ।
চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক ‘হিলশা নিউজ’-কে জানান, পূর্ব পুরুষদের আত্মার সদগতি কামনায় এই প্রদীপ প্রজ্জ্বলন প্রতি বছরের ন্যায় এবারো করা হয়েছে। এরসাথে শনি পূজা, এরপর পরই শুরু হয় ত্রিনাথ ঠাকুরের পূজা, তারপর সারারাত ব্যাপী কালি পূজা অনুষ্ঠিত হয়।পূজায় বৈশ্বিক করোনা মহামারী থেকে রক্ষা পেতে এবং করোনায় মৃতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থণা করা হয়েছে।