হিলশা নিউজ রিপোর্টঃ চাঁদপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
১২ জুন মঙ্গলবার রাতে তাকে দলীয় নেতাকর্মীসহ হাসপাতালে দেখতে ছুটে যান জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল।
এসময় তিনি তাঁর শয্যাপাশে বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং তাঁর শারিরীক খোঁজ-খবর নেন।
এ বিষয়ে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল বলেন, মেয়র মহোদয়ের ছোট্ট একটি অপারেশন করা হয়েছে। এখন তিনি আল্লাহর রহমতে ভালো আছেন। চিকিৎসক মেয়র মহোদয়কে বেডে দিয়েছে কয়েকদিনের বিশ্রামের জন্য। আশা করছি তিনি দ্রুতই সুস্থ্য হয়ে আবার ব্যস্তময় জীবনে ফিরে আসবেন।