স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলের সাথে মুক্তিযুদ্ধের চেতনায় মুক্ত চিন্তায় আমরা স্লোগান লালন করা জেলা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর পৌর কার্যালয়ে এই মতবিনিময় শেষে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।
এ সময় পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল বলেন, আমরা সব সময়ই সাংবাদিকদের পাশে রয়েছি। রাজনীতিতে সাংবাদিকদের প্রয়োজনীয়তা কোন অংশে কম নয়। সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে একাধিক সংগঠন করতেই পারে এটা তাদের স্বাধীনতা। কিন্তু পৌর মেয়র সবার এবং আমার কাছে সবাই এক। আপনাদের যেকোন কাজে আমি সবসময় পাশে থাকবো।
এসময় পৌর প্যানেল মেয়র হেলাল হোসাইন, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন,সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত, শওকত আলী, সাংগঠনিক সম্পাদক কে এম মাসুদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমরেশ দত্ত জয়, প্রচার সম্পাদক শ্যামল সরকার, মহিলা বিষয়ক সম্পাদক সাবিত্রী রানী ঘোষ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদ হোসেন অপু, সহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আশিক বিন রহিম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ খান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, আইন বিষয়ক সম্পাদক এম এ শাহেদ সালামসহ অন্যান্যরা। পরে সবাই মধ্যাহ্নভোজে অংশ নেন।