স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েলের।পিতা মো. লুৎফুর রহমান (৯৫) এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে জেলা স্বেচ্ছাসেবকলীগ।
রোববার ভোর ৪ টা ৩৫ মিনিটে তিনি বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
এ মৃত্যুর বিষয়টি হিলশা নিউজ-কে নিশ্চিত করেন পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। এদিকে ‘হিলশা নিউজ’-কে পাঠানো এক বিবৃতিতে মো. লুৎফুর রহমানের মৃত্যুতে চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি অ্যাড. মো. হেলাল হোসেন ও সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।