নিজস্ব প্রতিনিধিঃ শুভাশীষ ঘোষ শ্রীগুরু। যিনি বর্তমানে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য পদে দায়িত্ব রয়েছেন। চাঁদপুর শহরের নতুন বাজার ঘোষপাড়া এলাকার এই বাসিন্দা দলের একজন পুরাতন কর্মী। যিনি সব সময় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলের চেইন অব কমান্ড মেনে কাজ করে থাকেন।
২৭ জুলাই বুধবার বিকালেও কয়েক’শ নেতাকর্মী নিয়ে মিছিল করতে করতে জেলা স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত দলের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীতে যোগদান করেছেন।
দলের তৃণমূলরা বলছেন, শুভাশীষ ঘোষ শ্রীগুরুর রাজনীতি শুরু ছাত্রলীগ দিয়ে। তিনি এক সময়ে চাঁদপুর পৌর ছাত্রলীগের অন্তর্গত ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক এবং পরে জেলা ছাত্রলীগের সদস্য পদে দায়িত্ব পালন করেন। এরপর তিনি জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক কমিটিতেও সদস্য পদে দায়িত্ব সামলিয়েছে। এতে দলের একজন যোগ্য ও পরীক্ষিত নেতা হিসেবে তিনি নিজেকে ইতিপূর্বেই মেলে ধরেছেন।
এদিকে চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদে তৃণমূলদের দাবীর প্রেক্ষিতে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য শুভাশীষ ঘোষ শ্রীগুরু এর সাথে আলাপকালে তিনি ‘হিলশা নিউজ‘-কে বলেন, আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে তার আদর্শকে লালন করে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য স্ব-অবস্থান থেকে কাজ করছি। আর এক্ষেত্রে আমার কাছে স্বেচ্ছাসেবকলীগ একটি আদর্শ ও গৌরবময় প্লাটফর্ম। দলের হয়ে যেকোন নির্দেশনা বাস্তবায়নে সব সময়ই আমি ও আমার সহযোদ্ধারা তৎপর থাকি। অতএব তৃণমূল নেতাকর্মীরা ভালোবেসে দলের কান্ডারী হিসেবে আমাকে মূল্যায়িত করার দাবী জানানো অযৌক্তিক নয়।