স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডস্থ নতুন আলিমপাড়া প্রতাপসাহা রোডের প্রয়াত ডাঃ মোঃ এরশাদউল্লার পালক পুত্র মাসুম কর্তৃক জোরপূর্বক ক্ষমতার দাপট খাটিয়ে অবৈধ পন্থায় সীমানা প্রাচীর নির্মানের অভিযোগ উঠেছে।
২৭ সেপ্টেম্বর মঙ্গলবার ঘটনাস্থলে গেলে এর সত্যতা পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, গত ৬ মাস আগেও একবার এই সীমানা প্রাচীর নির্মানের উদ্যোগ নেয় মাসুম। কিন্তু তখন অজ্ঞাত কারনে তা আর করতে পারেনি। এবার গত ২৪ সেপ্টেম্বর রবিবার খুব ভোর থেকে রাজমিস্ত্রী এনে তরিঘরি করে আবারো পৌরসভার রাস্তার ওপরে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করে। যদিও বিষয়টি পৌরসভা কর্তৃপক্ষের নজরে আসলে তাদের মৌখিক নির্দেশনায় এই নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়।
এ ব্যপারে ঐ বাড়ির মালিক মাসুমের কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে এ ব্যাপারে ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউনুছ শোয়েব বলেন, নতুন আলিমপাড়া প্রতাপসাহা রোড এলাকার চলাচলের রাস্তাগুলি এমনিতেই সরু। ২ টা রিক্সা পাশাপাশি চলাচল করতে অসুবিধা হয়। তাই মেয়র মহোদয় এই এলাকাসহ পুরো চাঁদপুর শহরের পাড়া মহল্লা তথা প্রধান রাস্তা গুলোকে প্রশস্ত করতে উদ্যোগ গ্রহণ করেন। তাই যাদের রাস্তা প্রশস্ত করতে সামান্য একটু জায়গা ছাড়তে হতে পারে তাদের সকলেরই পৌরবাসির সুবিধার বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে রাস্তার জায়গা ছেড়ে দেওয়া উচিত। নয়তো আইনি প্রক্রিয়ায় আমাদের ছাড়াতে হবে এবং এ বিষয়ে পৌরপরিষদ খুব শক্ত অবস্থানে আছে।