স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র পক্ষে চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১২ জানুয়ারি বুধবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান ভূঁইয়া।
এ সময় চাঁদপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের সভাপতি ও সাবেক পৌর প্যানেল মেয়র সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক বাপ্পি পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারীসহ দলীয় অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রায় শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে এই কম্বলগুলো বিতরণ করা হয়।