অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের পিডিবি রেষ্ট হাউজের পিছনের পূর্ব গলি থেকে পুকুর পাড়ের শেষ মাথা পর্যন্ত চলাচলের রাস্তা না থাকায় দূর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। তারা ইতিমধ্যে নতুন রাস্তার দাবীতে মেয়র বরাবর দরখাস্তও দিয়েছেন।
২৯শে জানুয়ারি শনিবার সরজমিনে ঐ এলাকায় গেলে স্থানীয়রা তাদের দূর্ভোগের বিষয় এ প্রতিবেদককে জানিয়েছেন।
স্থানীয় পারভিন আক্তার, বাচ্চু হাওলাদার, নাছির গাজী, সাখাওয়াত হোসেন খান, মোঃ ফারুক খানসহ একাধিক ভুক্তভোগী ‘হিলশা নিউজ‘-কে বলেন, আমরা ১১নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। অথছ আমরা বাড়ী থেকে বের হওয়ার মতো রাস্তা নেই। আমাদের এখানকার ছাত্র-ছাত্রীরা বর্ষাকালে স্কুলে যাওয়া আসা করতে চরম বেগ হতে হয়। তাই ১টি রাস্তা নির্মাণ করে আমাদের প্রাণের দাবীটি পূরণ করতে মেয়র মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটওয়ারী ‘হিলশা নিউজ‘-কে বলেন, নির্বাচনের পূর্বেই ওখানকার লোকজন আমাকে বিষয়টি অবগত করলে আমি সরজমিনে জায়গাটি দেখতে গিয়েছিলাম। তখন বলেছিলাম নির্বাচিত হলে আমি তাদের এই দূর্ভোগ লাঘবে কাজ করবো। এখন যেহেতু নির্বাচিত হয়েছি তাই পূর্বের সেই আশ্বাস মতো আমি এই রাস্তাটি করে দিতে আমাদের মাসিক মিটিংয়ে মেয়র বরাবর বিষয়টি উত্থাপন করবো। তার সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত।
এ বিষয়ে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল ‘হিলশা নিউজ‘-কে বলেন, আমি জনগণের দুর্ভোগ হয় এমন রাস্তাগুলো চিহ্নিত করে কাজ করে যাচ্ছি। তাই পিডিবি চাঁদপুর রেষ্ট হাউজের পিছনের পূর্ব পাশের গলি থেকে পুকুর পাড়ের শেষ মাথা পর্যন্ত রাস্তাটি দ্রুত করে দেওয়ার চেষ্টা করবো।