অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের টিলাবাড়ী এলাকায় আকষ্মিক নদী ভাঙ্গণ দেখা দিয়েছে। নদীতে দেবে গেছে বেশকিছু স্থানের ব্লক এবং নদী পাড়ের মাটিতে দেখা দিয়েছে দীর্ঘ ফাঁটল।
২’রা জানুয়ারি রোববার সকালে ওই এলাকার এই নদী ভাঙ্গণ শুরু হয়।
স্থানীয় সাদ্দাম, কামাল, ফকরুল, নিরবসহ অন্যান্যরা জানান, নদীভাঙ্গণের এমন দৃশ্য টিলাবাড়ী এলাকায় এই প্রথম। এতে করে এখানে বসবাসকারী নিম্ন আয়ের প্রায় শতাধিক জেলে পরিবার বসতভিটা হারাবার আশঙ্কায় রয়েছেন। তারা ভাঙ্গণ প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিস্টদের নিকট অনুরোধ জানিয়েছেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল,জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ।
এ ব্যপারে চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের অবহিত করেছি। জায়গাটি কেন ভাঙ্গল তারা তা খতিয়ে দেখবেন। সেই সাথে এটি প্রতিরোধে কি পরিমাণ জিও ব্যাগ ও সিসি ব্লক সেখানে লাগবে তা স্টিমেট নির্ণয় করে দ্রুত ব্যবস্থা নিচ্ছেন।
এ বিষয়ে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নদীর স্রোতের তীব্রতা মেপে দেখে বুজেছি তা এখনো স্বাভাবিক রয়েছে। আমাদের কাছে মজুদকৃত ৪ হাজার জিও ব্যাগ ও ১৪ হাজার সিসি ব্লক আমরা ভাঙ্গণ প্রতিরোধে ফেলার ব্যবস্থা নিচ্ছি।
এ ব্যপারে চাঁদপুর জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ বলেন, নদীভাঙ্গণের স্থানে ১৪ হাজার সিসি ব্লক ও ৪ হাজার জিও ব্যাগ ভর্তি বস্তা দ্রুত ফেলতে নির্দেশনা দিয়েছি। তা হয়ত রাত থেকে ফেলা শুরু হবে। ততক্ষণ পর্যন্ত সকলকে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছি।