স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ৪শ’ গরীব অসহায় ও দলীয় নেতাকর্মীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা দীপ ঘোষ গোবিন্দ।
১৫ এপ্রিল শনিবার বিকালে শহরের হাজী মহসীন রোড এলাকায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু। বিশেষ অতিথি ছিলেন পৌর প্যানেল মেয়র হেলাল হোসাইন, চাঁদপুর জেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান, সাংগঠনিক সম্পাদক দেওয়ান ইমরান, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, চাঁদপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ গাজী মুন্না,যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, জাওয়াদুর রহমানসহ অন্যান্যরা।
এ বিষয়ে চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা দীপ ঘোষ গোবিন্দ ‘হিলশা নিউজ’-কে বলেন, ছাত্রলীগ সবসময় মানবতার ডাকে সাড়া দিয়ে রাজপথে কাজ করে। বর্তমানেও নেত্রীর নির্দেশে ইফতার সামগ্রী নিয়ে অসহায় দুঃস্থসহ দলীয় নেতাকর্মীদের পাশে রয়েছে। আমিও আমার সাধ্যমতো সকলের সহযোগিতায় বিবেকের প্রশ্নে এই মহৎ উদ্যোগে এগিয়ে এসেছি। সবার কাছে আশির্বাদ চাই যাতে করে সবসময় এভাবেই আমার ৮নং ওয়ার্ড ছাত্রলীগের ব্যাণারে ভালো ভালো সামাজিক কাজ অব্যাহত রাখতে পারি।