হাছিনুর আকরামঃ চাঁদপুর সদর উপজেলার শাহতলীতে গড়ে উঠা ফাইভ স্টার নামের পার্কে দিবালোকে অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ উঠেছে। দিবালোকে এ অসামাজিক কাজ ঠেকাতে সুধীমহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
স্থানীয়রা সাংবাদিকদের জানান, পার্কে শিক্ষার্থীরা প্রায়ই স্কুল ড্রেস পড়ে ঘুরতে চলে আসে। আর এসেই প্রকাশ্যে লিপ্ত হচ্ছে অসামাজিক কার্যক্রমে। তাই সাধারণ মানুষের কাছ থেকে দাবি উঠেছে, অবিলম্বে পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।
২৯শে জানুয়ারি শনিবার সরেজমিনে পার্কে গিয়ে দেখা যায়, জোড়ায় জোড়ায় ছেলে-মেয়ে পার্কে বসে নানা অঙ্গ ভঙ্গীমায় অসামাজিক কার্যক্রমে লিপ্ত হয়েছে। পার্কের সিসি ক্যামেরাগুলোও যেন কোন কাজে আসছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক ফাইভ স্টার পার্কের এক শেয়ারহোল্ডার ‘হিলশা নিউজ‘-কে জানান, বোঝেন তো পার্ক হচ্ছে বিনোদনের জায়গা। পার্কে একটু এদিক-সেদিক কাজ না হলে চলবে কি করে? যৌনতা সবার মধ্যেই আছে। পার্কে গার্লফ্রেণ্ড নিয়ে আসলে জরিয়ে ধরবে, চুমু খাবে এটাইতো স্বাভাবিক। এটাতো মাহফিল না যে, এখানে ওয়াজ হবে!
এদিকে পার্কটির এসব অভিযোগ ফাইভ স্টার পার্কের ম্যানেজার আঃ মোমেনকে অবহিত করলে তিনি ‘হিলশা নিউজ‘-কে বলেন, ‘এখানে কোনো অসামাজিক কার্যকলাপ হয় না। মাঝে মাঝে ছেলে-মেয়েরা পার্কে এসে একটু গল্প-গুজব করে। এতে দোষের কি?’ তারপরেও যদি কোন বাজে কাজ করার জন্য কোন ছেলেমেয়ে আসে। আমরা তাদের পার্কে ঢুকতে দিবো না।
এ বিষয়টি চাঁদপুর সদরের ইউএনও সানজিদা শাহনাজ কে অবহিত করলে তিনি ‘হিলশা নিউজ‘-কে বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত হলাম। দ্রুতই খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করবো।