মনির হোসেন খানঃ চাঁদপুর শহরের প্রানকেন্দ্রে অবস্হিত চাঁদপুর সরকারি মহিলা কলেজের সন্মুখ সড়কটির বেহাল দশা। পুরো সড়কটির মাঝে অসংখ্য ছোট বড় গর্ত তৈরী হবার কারনে এ সড়ক দিয়ে চলাচলকারি যানবাহন পথচারি ও বিদ্যালয় এবং মহা বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটছে। শহরের মাঝের এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ন একটি সড়ক।
এই সড়কটির কোল ঘেষে মাথা উচু করে দাড়ীয়ে আছে চাঁদপুরের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ। এই সড়কের পশ্চিমে অবস্হিত চাঁদপুর সরকারী মহিলা কলেজটি, উত্তরে চাঁদপুর হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয়টি, পূর্ব পার্শ্বে অবস্হিত হাসান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি, আর দক্ষিন পূর্ব দিকে অবস্হিত মাতৃপীঠ সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় এবং আল আমিন উচ্চ বালিকা বিদ্যালয়টি।
এসব বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা এই সড়কটির উপর দিয়েই তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করেন।
এমন ভগ্ন ও কর্দমাক্ত সড়ক দিয়ে যাতায়াত করতে তাদের সমস্যা হয় বলে জানান মাতৃপীঠ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী ফারজানা আক্তার। হাসান আলী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী আবির হোসেনের মা বিথী আক্তার বলেন এই মহিলা কলেজ সড়কটির উপর দিয়েই বিদ্যালয় চলাকালিন সময়ে ছেলেকে বিদ্যালয়ে আনা নেয়া করি। বর্তমানে সড়কটির উপর দিয়ে চলাচল করা অনেক মুশকিল। খুব সাবধানে ছেলেকে নিয়ে চলতে হয়। ভয় হয় যদি গর্তে পড়ে ছেলের পা মচকে বা ভেঙ্গে যায়।
উনি আরো বলেন যে, এই সড়কটি উপর দীর্ঘ দিন ধরেই ছোট বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে, তবে এখন এই বর্ষায় প্রবল বর্ষনের কারনে গর্তগুলো আরো বড় হয়ে সড়কের এমন বেহাল দশা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় যে মহিলা কলেজ সড়কটির উপর দিয়ে চলাচল কারি শিক্ষার্থীরা অনেক সন্তর্পনে গর্ত এড়াতে ব্যাঙের মতো লাফিয়ে সড়কটি পার হচ্ছে।
আরো দেখা যায় যে সড়কটির পূর্ব পাশে যে ওয়াক ওয়ে রয়েছে তার উপর দিয়ে শিক্ষার্থিরা বা সাধারন পথচারীরা চলাচল করছে না। কারন সেই ওয়াক ওয়ের ওপরের একটি ম্যানহোলের ঢাকনা নেই। ফলে ঢাকনা বিহীন ওয়াক ওয়ের ঐ গর্তের উপর দিয়ে চলাচল ঝুঁকিপুর্ন বলেই পথচারি বা শিক্ষার্থীরা ওয়াক ওয়েটি ব্যবহার করতে পারছেন না।
স্হানীয় বাসিন্দা মঞ্জুর হোসেন বলেন, গত তিন মাস হলো এ ওয়েক ওয়ের উপরের ম্যানহোলের ঢাকনাটি কোন বেরসিক চোর চুরি করে নিয়ে গেছে। আমরা দুর্ঘটনা এড়াতে ঐ ঢাকনা বিহীন ম্যানহোলের গর্তটি গাছের ডাল পালা দিয়ে ঢেকে রেখেছি। সড়কটির পাশে অবস্হিত স্বর্ন মার্কেটের দোকানি সুমন, রঞ্জন, খোরশেদ বলেন আমাদের দোকানের সামনের সড়কটি যদি সংস্কার হতো তবে আমাদের দোকানের ক্রেতা সাধারনের অনেক সুবিধা হতো। তারা বলেন দেখুন আমাদের পন্যটা যেহেতু একটু বিলাসি এবং রুচিশীল সেহেতু আমাদের মার্কেটের সামনের সড়টিও একটু মসৃন হওয়া প্রয়োজন।
স্হানীয় বাসিন্দা পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম বলেন বাড়ীর মুল ফটকের সামনেই প্রমান সাইজ গর্তের উপর দিয়ে গাড়ী নিয়ে বেরুতে বা সাধারন ভাবে চলাচল করতে অনেক সমস্যা হয়।
এ বিষয়ে তিনি বলেন উক্ত ওয়ার্ডের কাউন্সিলর এডঃ হেলাল হোসাইন এবং চাঁদপুর পৌর মেয়র এডঃ জিল্লুর রহমান জুয়েল দুজনেই অত্যন্ত মেধাবী ও বিচক্ষন মানুষ। তারা নিশ্চয়ই এ সড়কটির সংস্কারের বিষয়ে তাদের সুনজর দেবেন।
স্হানীয় বাসিন্দা শফিকুল ইসলাম, প্রদীপ, জাহেদুর সহ সকলে উক্ত সড়কটি সংস্কারের দাবীতে পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করছেন।