... বিস্তারিত
চাঁদপুর মা ইলিশ রক্ষায় নদীতে তৎপর কোষ্টগার্ড
প্রান কৃষ্ণ দাসঃ
কোস্টগার্ড স্টেশন চাঁদপুর এবং মৎস অধিদপ্তরের যৌথ অভিযানে চাঁদপুরমোহনা,লক্ষীরচর,সরমালীর চর,আনন্দবাজার,কাঁচিকাটা,আলুবাজার,হরিনা,দোকানঘর,লগিমারারচর,মিনিকক্সবাজার,মোহনপুর এবং পাশবর্তী এলাকায় টহল প্রদানকালীন সময় নদীতে পাতানো অবস্থায় প্রায় ১,২৫,০০০ লক্ষ মিটার কারেন্টজাল উদ্ধার করা হয়। পরবর্তীতে চাঁদপুর স্টেশানের নির্বাহী কর্মকর্তা ইসহাক,এমসিপিও(এক্স), কন্টিনজেন্ট কমান্ডার মাইনুল,পিও(সিডি) এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ওহিদুজ্জামান এর উপস্থিতিতে কারেন্টজাল সমূহ পুড়িয়ে ফেলা হয়।
পৃথক পৃথক অভিযানে,
গতকাল রাত ১৯৩০ ঘটিকা হইতে ২১০০ ঘটিকা এবং অদ্য ভোর ০৪০০ ঘটিকা হইতে ০৯০০কোস্টগার্ড আউটপোস্ট হাইমচর এবং মৎস অধিদপ্তরের যৌথ “মা ইলিশ” রক্ষা অভিযান চলাকালিন নদীতে পাতানো অবস্থায় ১,০০,০০০ মিটার সুতার জাল এবং ১০ কেজি সমপরিমান মা ইলিশ উদ্ধার করা হয়। পরবর্তীতে কোস্টগার্ড অভিযান পরিচালনাকারী কমকর্তা এমাদাদুল হক,পেটি অফিসার, , নির্বাহী মেজিস্ট্রেট (ভূমি) রিগ্যান চাকমা এবং উপজেলা মৎস কর্মকর্তা মিজানুর রহমান প্রমূখের উপস্থিতিতে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়,মাছ দুঃস্থদের মাঝে বিতরন করা হয়।
এছাড়া ও কোস্টগার্ড আউটপোস্ট চরজালিয়া(রায়পুর) এবং মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান চলাকালীন অদ্য ০৪০০ ঘটিকা হইতে ০৮০০ ঘটিকা এবং ১৪০০ ঘটিকা হইতে ১৭৫০ ঘটিকা পর্যন্ত মাজের চর,সাজু মোল্লার ঘাট, মাস্টার ঘাট, মাজের চর, কাটা খাল এলাকা সমূহ হইতে নদীতে পাতানো অবস্থায় ২৫,০০০ মিটার কারেন্টজাল উদ্ধার করতে সক্ষম হয় কোস্টগার্ড। উদ্ধারকৃত জাল সমূহ মৎস কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
