রিয়ন দেঃ দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ইলিশ কেনাবেচার ল্যান্ডিং ষ্টেশন বড়ষ্টেশনের চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এখন প্রতিদিন গড়ে দেড় থেকে ২ হাজার মণ ইলিশ আসছে। মূলত এই ইলিশের অধিকাংশ সাগরের ইলিশ স্থানীয়রা বললেও ব্যবসায়ীরা তা মানতে নারাজ।
২ আগষ্ট মঙ্গলবার বিকালে বড়ষ্টেশনে গেলে জমজমাট ইলিশ কেনাবেচায় ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে পুরো জায়গাটি সরব দেখা যায়।
ইলিশ বিক্রেতা মোঃ শাহবুদ্দিন বলেন, বর্তমানে ঘাটে প্রচুর ইলিশ এলেও লোকাল ইলিশ একেবারেই কম। তবে চট্টগ্রাম, হাতিয়া, লক্ষীপুর এর ইলিশ টা বেশি আসতেছে। লোকাল পদ্মার ইলিশ কেজি প্রতি ১৫০০ টাকা এবং চট্টগ্রামের ইলিশ কেজি প্রতি ৫শ’ থেকে ৬শ’ টাকা। তাই পদ্মার লোকাল ইলিশ কিনতে হলে অনলাইন ব্যবসায়ীদের প্রতি না ঝুঁকে সরাসরি ঘাটে এসে ইলিশ কেনার অনুরোধ রইলো।
ইলিশ ক্রেতা মহন,শোভন ও মিজান বলেন, ইলিশের দাম তুলনামূলক বেশি। লোকাল ইলিশের আমদানি এখানে একেবারেই কম। তাই দাম আকাশচুম্বী। এখন খালিহাতে বাড়ী না ফিরে দরদামে যেটা পাবো সেটাই কিনবো বলে সিদ্ধান্ত নিয়েছি।
বাজারের বর্তমান বাজার দর জানাতে গিয়ে ব্যবসায়ী ইউসুফ বন্দুকসী বলেন, এখানের অধিকাংশ ইলিশ মাছগুলো ছোট। যা ওজনে ৪শ’, ৫শ’, ৬শ’ গ্রাম হবে। এই ইলিশ মাছ গুলো এখন ২২ থেকে ২৪ হাজার টাকা মণ প্রতি বিক্রি হচ্ছে। যা সাড়ে ৫শ’ থেকে ৬শ’ টাকা কেজি। তবে আজকে লোকাল ইলিশ মাছ প্রায় ১শ’ মণ আমদানি হয়েছে। লোকাল ইলিশের দাম বেশি এবং সাইজেও বড়। এই লোকাল ইলিশগুলো এক কেজি সাইজের টা ১৩ শ’ টাকা আর দেড় কেজির ইলিশ টা ১৫শ’ থেকে ১৬ শ’ টাকা এবং ৮শ’ গ্রামের ইলিশ টা ১ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে। এখন দিন যতো যাবে ঘাটে লোকাল ইলিশের পরিমাণ বাড়বে।
ঘাটের ৪৫ আড়তদার কেউ লোক ঠকায় না জানিয়ে চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, সাগরের অভিযানের পর থেকে এখানে ইলিশ আমদানি কিছুটা বেড়েছে। লোকে সাগরের ইলিশ বললেও আমরা সাগরের ইলিশ বলতে চাই না। আমরা বুঝি লালমোহন, ভোলা, চরফ্যাশন, হাতিয়া, স্বন্দীপ,আলেকজেন্ডার থেকে নামার ইলিশগুলো এখানে আসে। কথা হচ্ছে, ইলিশ মাছ গভীর পানির মাছ। তাই যেখানে পানির গভীরতা একটু বেশি সেইনেই ইলিশ থাকবে। এখন মোটামুটি মাছের আমদানি আছে আজকেও চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে দেড় থেকে ২ হাজার মণ ইলিশের আমদানি হয়েছে। আশা করি দ্রুতই লোকাল পদ্মার ইলিশের দামও কমবে। আর বর্তমান ইলিশ মাছের যে দাম এখানে রয়েছে তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে।