অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে শারদাঞ্জলী ফোরামের পক্ষ থেকে ৬’শ মাস্ক বিতরণ করা হয়েছে।
১’লা জানুয়ারী শনিবার রাতে আশ্রমে কল্পতরু উৎসবে আগত ভক্তবৃন্দের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।
এ মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শারদাঞ্জলী ফোরামের প্রধান উপদেষ্টা গোপাল চন্দ্র সাহা, সভাপতি রিপন কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, প্রধান সমন্বয়ক রুবেল সরকার রিংকু, দপ্তর সম্পাদক দীপ্ত ঘোষ, কোষাধক্ষ্য অমিত কর ,সহ কোষাধক্ষ্য সীমান্ত সাহা, ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী দীপঙ্কর চক্রবর্তী প্রমূখ।
এ উদ্যোগ প্রসঙ্গে চাঁদপুর শারদাঞ্জলী ফোরামের প্রধান উপদেষ্টা গোপাল চন্দ্র সাহা এবং সভাপতি রিপন কুমার সাহা জানান, সমাজের প্রয়োজনেই শারদাঞ্জলী ফোরাম মানবিক নানাবিধ কাজ করে থাকে। মহা গ্রন্থ গীতা প্রচারের পাশাপাশি শারদাঞ্জলী ফোরামের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।