স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর লঞ্চঘাটের মালেক বেপারী ও খোরশেদ বেপারী পরিচালিত ২ খাবার হোটেলের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বন্দর কর্তৃপক্ষরা।
১২ অক্টোবর বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন। তিনি জানান, ২টি খাবার হোটেল অবৈধভাবে পরিচালিত হওয়ায় তাদের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেছি। এছাড়াও অবৈধভাবে বসা ১০/১২টি ছোট দোকানপাট উচ্ছেদ করেছি। আগামী ২/১ দিনের মধ্যেই পুরো লঞ্চঘাট পরিষ্কার করা সম্ভব হবে আশা করছি।
এ বিষয়ে সিবিএ চাঁদপুরের আহ্বায়ক আব্দুর ছাত্তার বলেন, আধুনিক নৌ বন্দরের উন্নয়ন কর্মকান্ডের স্বার্থে ঘাটে ক্যান্টিন কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঘাট স্থানান্তর হলে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যাত্রী সাধারণ ও কর্মচারীদের খাবারের স্বার্থে নতুন করে ক্যান্টিন খোলা হবে। সেই লাইসেন্স কর্তৃপক্ষের থেকে সরকারি ভ্যাট ট্যাক্স দিয়ে সরকারি রেট অনুযায়ী আমরা নিয়ে রেখেছি। এদিন বিশ্বব্যাংক কর্মকর্তাসহ আধুনিক নৌ টার্মিনাল সংশ্লিষ্টগণ লঞ্চঘাট পরিদর্শন করেন।
এসময় সিবিএ চাঁদপুরের সদস্য সচিব আক্তার হোসেন, নদী বন্দরের তত্ত্বাবধায়ক সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।