স্টাফ রিপোর্টারঃ প্রচন্ড ঝড়ে বিআইডব্লিউটিএ চাঁদপুর লঞ্চঘাটের ৩টি রেম উধাও হওয়ায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে। এছাড়াও লঞ্চঘাটের টিআই এর কক্ষে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পানি বন্ধি অবস্থায় তিনি দায়িত্ব পালন করছেন।
১৬ মে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এই ঝড় ও দমকা হাওয়ায় মেঘনা নদীর প্রবল ঢেউয়ে এই ঘটনা ঘটে বলে যাত্রীরা জানিয়েছেন।
লঞ্চ যাত্রী করিম ও রেজাউল জানান, লঞ্চঘাটে দুটি পন্টুনের নিরাপত্তায় মাঝখানে রেম থাকার কথা থাকলেও ঘাটে নেই।এতে করে পন্টুন পারাপারে নারীসহ শিশুদের আতঙ্ক বেড়েছে। অর্থাৎ অনিরাপদ যাতায়াতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
তবে চাঁদপুর লঞ্চঘাটের টিআই মোঃ শাহআলম বলেন, রেম উধাও হয়নি। ঝড়ে তীব্র বাতাসে নদীর পানির ঢেউয়ে পূর্ব পাশের ২টি ও পশ্চিম পাশের ১টিসহ মোট ৩টি রেম ভেঙ্গে নদীতে তলিয়ে গেছে। আমি উর্দ্ধতনকে বিষয়টি অবগত করেছি। যাতে তারা এগুলোর জন্য ডুবুরি দল কিংবা বিকল্প ব্যবস্থা করতে পরেন। এছাড়াও আমার কক্ষেও পানি নিষ্কাসনের ব্যবস্থা না থাকায় অনেকটা পানিবন্ধি অবস্থাতেই দায়িত্ব পালন করছি।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক মোঃ শাহাদাত হোসেন বলেন, রেম উধাও হওয়ার ঘটনা ঘটেনি। তবে ঝড়ে ভেঙ্গে গেছে শুনেছি। আমরা দ্রুতই ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে ব্যবস্থা নিবো। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।