সাগর আচার্য্যঃ যাত্রীদের টানাহেঁচড়া, অশোভন আচরণ এবং ভাড়া সহনশীল রাখাসহ চাঁদপুর লঞ্চঘাটে যানবাহন চলাচলে সু-শৃঙ্খলতা বজায় রাখতে এক মতবিনিময় সভা করা হয়েছে।
২৫ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় লঞ্চটার্মিনাল এলাকায় জেলা সিএনজি মালিক সমিতি ও জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ মতবিনিময় সভা করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক একেএম কায়সারুল ইসলাম বলেন, একটি নিরাপদ নৌযাত্রা উপহার দিতে গুরুত্বপূর্ণ রাখছেন চাঁদপুর লঞ্চঘাটে এসে জীবিকা নির্বাহ করা সিএনজি ও অটোচালক ভাইয়েরা। আপনারা যাত্রীদের সহজলভ্য যাতায়াতে ভূমিকা রাখতে গিয়ে প্রায়ই নানা বিতর্কের সৃষ্টি করছেন। যা অত্যান্ত দৃষ্টিকটু।
তিনি বলেন, যাত্রীরা যেন সকল চালক ভাইদের থেকে ভালো ও সহনশীল আচরন পায় সেজন্য সচেতন হতে হবে। আমরা চাইনা কারো বিষয়ে কঠোর হতে। এরপরেও যদি চাঁদপুর লঞ্চঘাটে সু-শৃঙ্খলতা বজায় রাখতে চালক ভাইদের সহযোগিতা না পাই তাহলে আমরা জনস্বার্থে যা করার দরকার তাই করতে বাধ্য হবো।
জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী ওমর ফারুকের সভাপতিত্বে এবং লঞ্চঘাট উপ-কমিটির সহসভাপতি বিল্লাল হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামান, চাঁদপুর মডেল থানার ইন্সপেক্টর মোঃ অলি উল্যা, জেলা নৌযান শ্রমিক লীগের সভাপতি বিল্পব সরকার, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি জহিরুল ইসলাম পাটোয়ারী, যুগ্ম সম্পাদক হযরত আলী বেপারী, সিএনজি মালিক সমিতির পক্ষে জোবায়ের হোসেন নয়ন, অটোবাইকারদের পক্ষে হাসান তাতি, লঞ্চ ঘাট উপ-কমিটির সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন বেপারী প্রমুখ।
সভার শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন লঞ্চঘাট জামে মসজিদের ইমাম মমিন উল্যাহ।