স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ডস্থ লঞ্চঘাট হতে ১২ কেজি গাঁজাসহ ১জন আসামী আটক করেছে নৌ থানা পুলিশ।
২২ মে সোমবার বিকাল পৌনে ৫ টায় নৌ থানার এসআই সুমন দে সঙ্গীয় ফোর্সসহ এই আসামীকে আটক করেন।
নৌ থানা পুলিশ জানায়, আসামী মোঃ বাদশা গাজীপুরের শ্রীপুর এলাকার বাসিন্দা। তার পিতা হচ্ছেন মধ্যপাড়া কাউরাত এলাকার মোঃ মোরশেদ এবং মাতা হচ্ছেন সাজেদা বেগম।
এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোরশেদকে গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রীয়াধীন রয়েছে।