স্টাফ রিপোর্টারঃ ঐতিহ্যবাহী চাঁদপুর ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাড. মুহাম্মদ জহিরুল ইসলাম।
১১ ডিসেম্বর সোমবার তিনি এ দায়িত্ব পেয়েছেন।
জানা যায়, ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত চাঁদপুর জেলা জজ কোর্টের পিপি ছিলেন অ্যাড. মুহাম্মদ জহিরুল ইসলাম। এছাড়াও তিনি জেলা আইনজীবী সমিতির তিন বারের সভাপতি ও দুই বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আইন পেশার সিনিয়র এই আইনজীবী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দীর্ঘদিন যাবৎ আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। বর্তমানে তিনি চাঁদপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও জানা যায়, অ্যাড. মুহাম্মদ জহিরুল ইসলাম মানবসেবায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন বিভিন্ন সামাজিক সংগঠনে যুক্ত থেকে কাজ করে। নিরবে নিভৃতে সামাজিক দায়বদ্ধতামূলক কাজ করে তিনি সমাজসেবক এবং সংগঠক হিসেবেও জেলার গন্ডি পেরিয়ে সারাদেশেই সুখ্যাতি অর্জন করেছেন। তাঁর অনেক অনুসারি আইনপেশা ছাড়াও বিভিন্ন স্থানে এখন সমাজের জন্য কাজ করে চলেছেন।
এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাওয়া অ্যাড. মুহাম্মদ জহিরুল ইসলাম ‘হিলশা নিউজ‘-কে বলেন, ঐতিহ্যবাহী ল’ কলেজে আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়ায় আমি সংশ্লিষ্টের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আমি আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুণ্ণ রাখতে কাজ করে যাবো। অর্পিত দায়িত্ব পালনে আমি সকলের আন্তরিক সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি।