... বিস্তারিত
চাঁদপুর শহরের ওয়ারল্যাস ও বাবুরহাটে ভ্রাম্যমাণ আদালত
অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের ওয়ারল্যাস বাজার ও ১৪নং ওয়ার্ডের বাবুরহাট মোড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
২৭শে অক্টোবর সকাল সাড়ে ১১ টায় সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে জেলা টাস্কফোর্সের অভিযান শেষে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
জানা যায়,এই ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ।ভ্রাম্যমাণ আদালতে তিনি সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের অপরাধে ৮ মামলার বিপরীতে মোট ৬ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করেন।এর সাথে অনেক মোটরযান চালককে সতর্ক করেন ও বিআরটিএ’র নতুন আইন সংক্রান্ত লিফলেট বিতরন করেছেন।
এ সময় অভিযানে জেলা টাস্কফোর্সের সমন্বয়ক হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন,সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) এফ এ এম সাইফুল ইসলামসহ সঙ্গীয় অন্যান্য ফোর্সরা উপস্থিত ছিলেন।
