সজল চন্দ্র দাসঃ
চাঁদপুর শহরে হিন্দু থেকে মুসলিম হয়ে নাম পরিবর্তন করা নানা অপকর্মের মূলহোতা রাজিবুল ইসলাম রাজু (২৪) গাঁজাসহ গ্রেফতার হয়েছে।
৫ই নভেম্বর বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।
পরে তাকে ভ্রাম্যমান আদালতে ১টি মামলা,৬ মাসের কারাদন্ড ও নগদ ৫’শ টাকা জরিমানা করা হয়।
জানা যায়, এই রাজু আগে হিন্দু ছিলো। তার পিতার নাম মানিক চন্দ্র দে। এর আগেও তাকে প্রশাসনের বিভিন্ন শাখা মাদক, ছিনতাই, নারী কেলেংকারীসহ নানা অপরাধে গ্রেফতার করেছে। চাঁদপুর শহরের রেলওয়ে কোর্ট স্টেশন, কাঁচা কলোনী, কলেজ গেইট, হাসানআলীর মাঠ সহ পুরো শহরজুরে তার অপরাধের বিচরণ ছিলো। সে পুলিশের সোর্স বলেও বিভিন্ন সময়ে পরিচয় দিয়ে মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে।
এসব বিষয় সাংবাদিকদের নিশ্চিত করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক এ. কে. এম. দিদারুল আলম। তিনি জানান, আসামী রাজুর বয়স আনুমানিক ২৪।তবে তার অপকর্মের বর্ণনা ২৪ ঘন্টায়ও বলে শেষ করে যাবেনা। তাকে আমরা মিশন রোডস্থ রোজবেলী হোটেলের সামনে থেকে গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করি। পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতে তাকে নানান দন্ড প্রদান করেন।
এ ব্যপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত সাংবাদিকদের জানান, আসামী রাজু কে সন্ধ্যায় গ্রেফতাদের পর ভ্রাম্যমান কোর্টে সাজা দিয়েছি।তাকে ১টি মামলা, ৬ মাসের কারাদন্ড ও নগদ ৫’শ টাকা জরিমানা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
