জয় চন্দ্র নাগঃ চাঁদপুর শহরে কাগজপত্রবিহীন মোটরসাইকেল চলাচলে চেকপোস্ট বসিয়ে কড়াকড়ি করেছে ট্রাফিক বিভাগ। ইতিমধ্যেই শহরের ৩টি স্পটে চলছে এই চেকিং।এরমধ্যে রয়েছে কালীবাড়ি, ওয়ারলেস বাজার এবং বাবুরহাট মতলব সড়ক মোড়।
২৯ জানুয়ারি বুধবার সকালে মোটরসাইকেলের বিরুদ্ধে এমন কড়াকড়ি দেখা যায়। শহরে যানজট নিরসনে প্রশাসনের এমন অভিযানকে প্রশংসা জানাতে দেখা গেছে অনেককে।
চাঁদপুর ট্রাফিক কার্যালয় থেকে জানা যায়, বর্তমানে পুরো জেলায় ট্রাফিক বিভাগে লোকবল রয়েছে মাত্র ৬২ জন। তবুও অর্পিত দায়িত্ব পালনে কোন ত্রুটি নেই। গেলো মাসেই ট্রাফিক বিভাগে ১৬২টি মামলা রুজু হয় এবং ১৪৭টি নিষ্পত্তি হয়েছে। যা থেকে মোট জরিমানা আদায়কৃত অর্থ ৮ লাখ ৫০০ টাকা ব্যাংকে জমা হয়েছে। এসব মামলায় মোটরসাইকেলই ছিলো ২৫টি।
এ বিষয়ে চাঁদপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট আব্দুল্লা আল নাহিয়ান বলেন, যানজট নিরসনে আমরা শহরের ৩টি পয়েন্টে মোটরসাইকেলসহ সকল যানবাহনের কাগজপত্রই গুরুত্ব দিয়ে চেক করছি। বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে সাম্প্রতি বেশ কিছু দুর্ঘটনা হওয়ায় আমরা মোটরসাইকেল চেকিংয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। কাগজপত্রবিহীন এবং হেলমেটবিহীন কাউকে পেলেই আমরা ব্যবস্থা নিচ্ছি।
এ বিষয়ে চাঁদপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক প্রশাসন মাহফুজ মিয়া বলেন, এখন বর্তমানে থানা এরিয়ায় ১০টি মোটর সাইকেল পরিত্যাক্ত হয়ে পড়ে আছে এবং পুলিশ লাইন্সে আরও প্রায় ২০ টার মতো হবে। আমরা কাগজপত্র না পেলেই মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর হচ্ছি। এ শহরে যানজট শৃঙ্খলা রাখতে আমরা সবার সহযোগিতা চাই।