হিলশা নিউজ রিপোর্টঃ চাঁদপুর শহরে কাঠপেন্সিল ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার বিজয় দিবসের দিনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
জানা যায়, কাঠপেন্সিল ব্লাড ফাউন্ডেশন সংগঠনটি ব্লাড নিয়ে কাজ করার পাশাপাশি অসহায় মানুষের পাশে নানান সেবামূলক সহযোগিতা নিয়েও এগিয়ে আসে। এই সংগঠনের অধিকাংশই শিক্ষার্থী এবং তারা বিগত দুই বছর যাবৎ নিজেদের শ্রম এবং আর্থ সহায়তা করে সমাজ বিনির্মাণে সেবামূলক কার্যক্রম এগিয়ে নিচ্ছে।
এদিকে শীতবস্ত্র বিতরণের আয়োজনে ছিলেন কাঠপেন্সিল ব্লাড ফাউন্ডেশন সংগঠনটির প্রতিষ্ঠাতা লিমন, সেক্রেটারি নজরুল, সাংগঠনিক সম্পাদক আল আমিন, শুভাকাঙ্খী সদস্য সাফিন, সদস্য সুব্রত, আদনান, ফাহিম, মডারেটর জিহাদ, রাহাদ, তানজিল প্রমূখ।