অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুর শহরে ছায়াতরু সামাজিক সংগঠন কর্তৃক অসহায় ও নিম্ম আয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।৪ এপ্রিল শনিবার শহরের কোড়ালিয়া রোডস্থ প্রায় শতাধিক লোকের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।ত্রাণের মধ্যে প্রত্যেককে ৪ কেজি চাল,৩ কেজি আলু, ২ কেজি ময়দা, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ,১ কেজি তেল ও ১ কেজি লবন ব্যাগে করে ত্রাণ হিসেবে বাড়ী বাড়ী গিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়।এ সময় বাড়ী বাড়ী ত্রাণ পৌঁছে দেন ছায়াতরু সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সজীব পাটওয়ারী,পৌর ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক রাকিব হাসান,ছায়াতরু সামাজিক সংগঠনের জাকির হোসেন, নাসির পাটওয়ারী,আদনান আহাম্মেদ, ফয়সাল হোসেন, রাহাত হোসেন, শান্ত পাটওয়ারী,রবিউল হুসাইন, নাদিম হোসেন, মহিন আহাম্মদ সহ অন্যান্যরা।এ ব্যপারে ছায়াতরু সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সজীব পাটওয়ারী জানান, দেশের এই ক্রান্তিলগ্নে সবার উচিত করোনা মোকাবেলায় জনসচেতনতা তৈরির পাশাপাশি অসহায়দের পাশে দাঁড়ানো। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের যারা এই পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করছেন। তারা কারো কাছে চাইতেও পারছেন না।তাদেরও ত্রাণের প্রয়োজন রয়েছে।তিনি আরো
জানান, সরকারিভাবে অনেক উদ্যোগ নেয়া হয়েছে যা অত্যন্তই প্রশংসনীয়।আর সরকারের পাশাপাশি আমরা আমাদের সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।ইনশাআল্লাহ কিছু দিন পর আবার যদি পারি দিবো।আরেকটা কথা বলতে চাই আমাদের সংগঠনকে এই মানবসেবায় যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।তাদেরকে অসংখ্য ধন্যবাদ।কেননা তাদের সহযোগিতা ছাড়া হয়তো আমাদের এভাবে এগিয়ে আসাটা সম্ভব হতো না।

