স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিংয়ের ১৫টি অঞ্চলের মধ্যে অঞ্চল ১২-এ ট্রহলরত ১০ কমিউনিটি পুলিশিং সদস্যদের মাঝে ঈদ উপহার তুলে দেয়া হয়।
২৬ জুন সোমবার রাতে সদর মডেল থানায় এই ঈদ উপহার দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার তুলে দেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মহসীন আলম।
তিনি বলেন, দিনের চাঁদপুর থেকে রাতের চাঁদপুর নিরাপদ রাখতে এই শহরে ১শ’ ট্রহলরত কমিউনিটি পুলিশিং সদস্য কাজ করছেন। আমি আশা করবো আপনারা পূর্বের ন্যায় যার যা দায়িত্ব সে অনুযায়ী কাজ করবেন। আমি আমার স্থান থেকে আপনাদের পাশে আছি। আপনারা সবসময় অতীতের ন্যায় এই থানা পুলিশকে তাদের কাজে সহযোগিতা করবেন বলে বিশ্বাস রাখি।
চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল ১২ এর সভাপতি নূর খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুন্নবির পরিচালনায় এসময় সংক্ষিপ্ত আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মনির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক জামাল হোসেন প্রমূখ।
এসময় চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল ৬ এর নেতা আব্দুর রহমান, অঞ্চল ১২ এর নেতা মাইনুল হক জীবনসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে চাঁদপুর সদরের নবাগত ওসি মোঃ শেখ মহসীন আলমের হাত থেকে এই ঈদ উপহার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন অঞ্চল ১২ এর কমিউনিটি পুলিশিং সদস্য খোকন।
এর আগে পৌর কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ সদরের নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।