স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরে শহরে পুলিশের একজন এএসআই’র মাথার হেলমেটের আঘাতে একজন আইনজীবী রক্তাক্ত হয়ে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে ওই আইনজীবীকে সদর হাসপাতালের পেইং বেডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
১৭ই জানুয়ারী সোমবার দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
খবর নিয়ে জানা যায়, আহত আইনজীবীর নাম অ্যাডঃ আবদুল্লাহ হিল বাকী। তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এবং ওই পুলিশ ছিলেন চাঁদপুর সদর মডেল থানার এএসআই হিমন।
এদিকে আইনজীবীর চিকিৎসা প্রসঙ্গে চাঁদপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান বলেন, আমরা আপাতত ১২ ঘন্টা পর্যন্ত ওই আইনজীবীকে হাসপাতালে অবজারভেশনে রেখেছি। তার মাথায় ৩টি সেলাই দেয়া হয়েছে। নির্ধারিত সময় অতিক্রম করার আগে চিকিৎসা প্রসঙ্গে কিছু বলা যাচ্ছেনা।
ঘটনা প্রসঙ্গে আহত আইনজীবী অ্যাডঃ আবদুল্লাহ হিল বাকী সাংবাদিকদের বলেন, আমি কোর্ট থেকে কাজ করা শেষে ফেরার পথে দেখলাম ওই পুলিশ ২ জন সাধারণ লোককে পেটাচ্ছেন। আমি তখন ওনাকে লোকগুলোকে পেটানোর কারন জানতে চাইলে কোনকিছু বুজে উঠার আগেই তিনি তার হেলমেট দিয়ে আমার মাথা ফাটিয়ে দিলেন। আমি তখন আইনজীবীর ইউনিফর্ম পরা ছিলাম। এখন এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিবো কিনা তা সার্বিক বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নিবো।
ঘটনা প্রসঙ্গে চাঁদপুর সদর মডেল থানার এএসআই হিমন জানান, ঘটনাটি অনাকাঙ্খিত এবং ভুল বুজাবুজি। আমার হেলমেটটি মাথা থেকে খুলতে গেলে ওই আইনজীবীর মাথায় ভুলবশত লেগে যায়। এতে তিনি সামান্য আহত হন। আমি এ ঘটনায় সম্পূর্ণ অনুতপ্ত।
এদিকে আইনজীবী আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ওই আইনজীবীকে দেখতে আসেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মামুন, চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিমুল্লা সেলিম, যুগ্ম আহ্বায়ক দেওয়ান শফিকুজ্জামান, মুনির চৌধুরী, চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশীদসহ বিভিন্ন পর্যায়ের লোকজন।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি আবদুর রশীদ বলেন, আইনজীবী পেটানোর বিষয়টি সম্পূর্ণ অনাকাঙ্খিত এবং ভুলবুজাবুজি। আমরা আইনজীবী সমিতির সাথে আলোচনা করে ওই বিষয়ে সিদ্ধান্ত নিবো।