স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর শহরে প্রকাশ্য দিবালোকে ১টি কসমেটিক্স দোকানে ১ নারীর তান্ডবে তটস্ত স্থানীয় ব্যবসায়ীরা। ঝোড়ো গতিতে এসে ওই নারী কসমেটিক্স দোকানে ঢুকে ১টি টি-টেবিল তুলে কাঁচের গ্লাসে ছুঁড়ে মারেন। এর পরপরই অকথ্য ভাষায় দোকানের স্টাফদের গালাগাল করতে করতে তিনি দলবলসহ তার তান্ডব লীলা শুরু করেন।
৫ই ফেব্রুয়ারী শনিবার দুপুর ৩টায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ নিশ্চিত করেন। শহরের কালি মন্দিরের পাশে মিজানুর রহমান সড়কে মদিনা শপিং সেন্টারে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত তান্ডব চালানো নারী হচ্ছেন স্থানীয় মফিজ উদ্দীন সরকারের স্ত্রী রহিমা বেগম।
ঘটনাস্থল পরিদর্শন করে চাঁদপুর সদর মডেল থানার এসআই শহিদুল্লাহ বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পরে উভয় পক্ষকে দ্রুত থানায় দোকানের কাগজপত্রসহ আসতে বলেছি।
দোকানটি পরিচালনাকারী ব্যবসায়ী মোঃ সাদিউর রহমান বলেন, এটা নতুন দোকান হওয়ায় দোকান ভাড়া নেওয়ার জন্য দোকানের মালিককে দেয়ার জন্য ১০ লক্ষ টাকা এনে ক্যাশে রাখি। দোকানে ভাঙ্গচুর চালিয়ে ওই মহিলা স্টাফদের গালাগাল করে ওই টাকা নিয়ে গেছেন। আমি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিচ্ছি।
দোকানের মালিকানা দাবী করা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ হাসান লিটন বলেন, এই দোকান পারিবারিক সূত্রে আমরা মালিক। রহিমা নামের ওই মহিলা এই দোকানের মালিকানা দাবী করে এই নগ্ন হামলার ঘটনা ঘটিয়েছে। এতে দোকানের ক্যাশে আমাকে দেয়ার জন্য আনা নগদ ১০ লক্ষ টাকা তিনি ছিনিয়ে নিয়েছেন। এছাড়াও দোকানের প্রায় দেড় লক্ষ টাকার মালামালের ক্ষতিসাধন করেছেন। তার সাথে তার স্বামী মফিজ উদ্দীন সরকারও এই হামলার সাথে জড়িত। আমরা স্থানীয় গণ্যমান্য এবং পুলিশ বিভাগকে বিষয়টি অবগত করে সুষ্ঠু বিচার প্রত্যাশা করছি।
নারীর এমন তান্ডবকে নিন্দা জানিয়ে জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ফারহানা জাফর রুমা বলেন,দোকানের মালিকানা কাগজে কলমে হলে দেশে আইন রয়েছে। এভাবে প্রকাশ্যে আইন হাতে তুলে নিয়ে দোকান ভাঙ্গচুর তাও একজন মহিলা এ ঘটনা ঘটানোয় বিষয়টি নিন্দনীয়। আমি চাই প্রশাসন এর সঠিক তদন্ত করে ভুক্তভোগীদের ন্যায় বিচার পায়িয়ে দিক।
এদিকে ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত রহিমা বেগমের বক্তব্য নিতে তার বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। পরে তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সদর হাসপাতালে জরুরী বিভাগে যেতে বললে তাৎক্ষনিক সেখানে গিয়েও পাওয়া যায়নি। এরপর বেশ কয়েকবার তাকে ফোন করলেও তিনি সাংবাদিক পরিচয় পেয়ে বক্তব্য দিতে টালবাহানা করে এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ সোহেল রানা বলেন, প্রকাশ্যে আইন হাতে তুলে নিয়ে এক নারী কর্তৃক কসমেটিক্স দোকান ভাঙ্গচুরের ঘটনাটি অনাকাঙ্খিত। আমি ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সাথে কথা বলে তাদেরকে পৌরসভায় আসতে বলেছি। বিষয়টি সমাধানে তাৎক্ষণিক ঘটনা মেয়র মহোদয়কে সব অবগত করেছি।