অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুর শহরে দোয়া ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে বিআরটিসি এসি বাসের চাঁদপুর টু চট্টগ্রাম রুটের নতুন বাস কাউন্টারের উদ্বোধন করা হয়েছে।
১৪ই জুলাই বুধবার রাতে পুরাতন বাস টার্মিনালের মাইক্রো স্ট্যান্ডে এ উদ্বোধন করা হয়।
এ ব্যপারে বিআরটিসি এসি বাসের চাঁদপুরের পরিচালক মোঃ ফেরদৌস খান বলেন, মধ্যরাত থেকে চট্টগ্রামের উদ্দ্যেশ্যে বিআরটিসি এসি বাসটি ছেড়ে যাবে। এছাড়াও প্রতিদিন রাত ২ টা ৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দ্যেশ্যে ছেড়ে যাবে।যা চট্টগ্রামে পৌঁছাবে ভোর ৬ টায়। আমরা স্বাস্থবিধি মেনে বাসে যাত্রীপরিবহন করি।
তিনি আরও বলেন, যেকোন যাত্রী চাইলে আগে থেকেও সিটের টিকিট বুকিং দিতে পারবে।সেক্ষেত্রে আমাদের কাউন্টারে এসে যোগাযোগ করতে হবে। এ ছাড়াও বাবুরহাট, হাজীগঞ্জ, উয়ারুক বাজার, দোয়াভাঙ্গা, মুদাফফরগঞ্জ, কুমিল্লা, ফেনী, সিতাকুন্ডু ও চট্টগ্রামের অলংকার মোড় কদমতলীতে বিআরটিসি কাউন্টার থেকেও আমাদের বাসের টিকিট সংগ্রহ করা যাবে। যাত্রীদের নিরাপদ যাতায়াত দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। দিনে ও রাতে প্রতিদিন নিয়মিত ২টি বাস আমরা যাত্রীসেবার জন্য বরাদ্দ রেখেছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের মাইক্রো বাস মালিক সমিতির সভাপতি কবির পাটওয়ারী, জেলা মটোর চালকলীগ সাধারণ সম্পাদক জিয়া, মাক্রোস্ট্যান্ড মালিক সমিতির নেতা মেঃ নিজাম উদ্দিন, বিআরটিসি এসি বাস চালক তৈয়ুবুর রহমান তকদীর, সুপার ভাইজার খোরশেদ,হেল্পার তাছির প্রমূখ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট মোয়াজ্জেন আবু তাহের খলিফা। পরে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
