অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুর শহরের ওয়্যারলেস মোড়ের পূর্বপাশে উত্তরা মোটর্সের উদ্যোগে মেসার্স ঝীল মোটর’স এর আয়োজনে ২ দিন ব্যাপি ফ্রী সার্ভিস ক্যাম্প ও প্রদর্শনী মেলা উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে।
১২ই ফেব্রুয়ারী শনিবার মেলা শুরু হয়ে ১৩ই ফেব্রুয়ারী রোববার শেষ হয়।
মেলা প্রসঙ্গে মেসার্স ঝীল মোটর’স এর পরিচালক মোঃ আজিজ আখন্দ বলেন, মেলাকে ঘিরে শোরুমে ৭০ জনের অধিক গ্রাহক কে আমরা ফ্রী সার্ভিসিং সেবা দিয়েছি। মোটরসাইকেল বিক্রির উপর নগদ ছাড় ও আকর্ষনিয় পুরষ্কার দেয়া হয়েছে। যেজন্য বিশেষ আকর্ষণ থাকায় বেশ কয়েকটি গাড়ী আমরা এই দু’দিনে বিক্রি করতে পেরেছি। আমাদের আন্তরিক সেবা পেয়ে গ্রাহকগণের মাঝেও সন্তুষ্টি দেখা গেছে।
এ সময় মেলায় উপস্থিত ছিলেন উত্তরা মটরস এর সার্ভিস ইন্জিনিয়ার (ফিল্ড) আব্দুল আজিজ, হেড মেকানিক বাহাদুর, মেসার্স ঝীল মোটরস এর সত্ত্বাধিকারী মোঃ মাসুদ আখন্দসহ ঝীল মটরস এর কর্মকর্তা কর্মচারী বৃন্দ।