রিয়ন দেঃ চাঁদপুর শহরে যানজট নিরসনে সদর ও হাইমচর আসনের এমপি ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি’র দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন চাঁদপুর বিল্ডার্স সোসাইটির কর্ণধার হাসান সারোয়ার।
৮ মে রোববার ‘হিলশা নিউজ‘-কে পাঠানো এক বিবৃতিতে তিনি সংকট সমাধানে শিক্ষামন্ত্রী’র এ হস্তক্ষেপ চেয়েছেন।
হাসান সারোয়ার বলেন, চাঁদপুর পৌর এলাকাধীন সড়কের ব্যস্ততম এবং যানজট প্রবণ সড়কের মধ্যে উল্লেখযোগ্য হলো তালতলা বাসষ্ট্যান্ড থেকে চিএলেখা, মাতৃপীঠ স্কুল মোড়, নতুন বাজার এবং শপথচত্বর হয়ে পালবাজার ব্রীজ। আয়তনে ছোট পৌর এলাকার অপ্রশস্ত সড়কের উপর যানবাহনের অসহয়ীয় চাপ সহনীয় রাখতে পৌর কর্তৃপক্ষ নিশ্চয়ই ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনাকে অগ্রধিকার বিবেচনায় রেখেছেন।
তিনি বলেন, পালবাজার সংলগ্ন ডাকাতিয়া নদীর উপর নির্মিত সেতুটি দিনের ব্যাস্ত সময়ে ভারী যান-চলাচল এবং সিএনজি-অটোরিক্সা জটলার কারণে যানজট অসহনীয় হয়ে উঠে। এপার থেকে পুরানবাজার হয়ে দক্ষিণাঞ্চলে পণ্যবাহী গাড়ী নির্বিঘ্নে চলাচলের জন্য আই. ডব্লিউ. টি’র মোড় হতে ষ্টার-আকায়েত জুট মিলস পার্শ্ব সড়ক ঘেঁষে ডাকাতিয়া নদীর উপর একটি সেতু নির্মিত হলে বঙ্গবন্ধু সড়ক হয়ে মিশন রোড প্রান্তে রাস্তার দক্ষিণ পাশে বিদ্ধমান অস্হায়ী দোকানঘর অপসারন করে রাস্তার মোড় টার্নিং পয়েন্ট প্রশস্ত করা যেতে পারে। এতে করে ভারী যানবাহন ট্রাকরোড হয়ে নতুন ব্রীজ ব্যবহারে পুরানবাজারসহ অন্যান্য গন্তব্যে চলাচল সহজ হবে।
হাসান সারোয়ার আরো বলেন, কালীবাড়ি রেল ষ্টেশন লাগোয়া দক্ষিণ পাশ ধরে হালকা যান চলাচলের জন্য একটি সড়ক নির্মানের বিষয় আলোচিত ছিলো। আমাদের বিনয় প্রত্যাশা থাকবে সক্ষমতার মাঝে মানুষের সেবার লক্ষ্যে যে সকল স্হাপনা গড়ে তোলা হচ্ছে এবং হবে। এর সুফল থেকে সাধারণ মানুষ যেনো সাংসদ হিসেবে ডা. দীপু আপা আপনাকে জীবনভর শ্রদ্ধার সাথে স্বরণ রাখেন।